Barasat Municipality : বারাসত পুরসভায় সিবিআইয়ের ‘রহস্যময়’ চিঠি! নিয়োগ দুর্নীতির ছায়া? শুরু গুঞ্জন – barasat municipality got letter from cbi assuming related with municipal recruitment scam


একটি গোপন চিঠি! আর তাতেই হুলস্থুল পড়ে গিয়েছে গোটা পুরসভায়। চিঠির প্রেরক CBI। সেই গোপন চিঠির গ্রহীতা বারাসত পুরসভা। কিন্তু সেই চিঠির বিষয়বস্তু কী? নিয়োগ দুর্নীতিতে কি এবার জড়িয়ে পড়ছে বারাসত পুরসভা? গুঞ্জন কর্মচারীদের মধ্যে।

কী জানা যাচ্ছে?

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডি-সিবিআই যখন একাধিক পুরসভায় সাঁড়াশি অভিযানে নেমেছে, তখন নতুন করে থরহরি কম্প অবস্থা বারাসত পুরসভাতে। এর নেপথ্যে অবশ্য রয়েছে সিবিআইয়ের একটি চিঠি! সূত্রের খবর, চিঠিতে মূলত ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই পুরসভায় কারা কারা ভাইস চেয়ারম্যান ছিলেন, তাঁদের নাম, ঠিকানা, ফোন নম্বর সহ যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

জোর চর্চা পুরসভায়

স্বভাবতই এই চিঠি ঘিরে চলছে জোর চর্চা। তাহলে কী পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডের রেশ এবার জেলার সদর শহর বারাসতেও এসে পৌঁছল? এই প্রশ্নই এখন ঘুরপাক খেতে শুরু করেছে বিভিন্ন মহলে। কেন বারাসত পুরসভার ভাইস চেয়ারম্যানদের ঠিকুজি চাওয়া হল? পুরসভার কোনও পদস্থ আধিকারিক কি নিয়োগ দুর্নীতিতে জড়িয়ে? বারাসত পুরসভাতেও নিয়োগ দুর্নীতির ছায়া? এসব প্রশ্ন ঘোরাফেরা করছে কর্মীদের মধ্যে।

কী জানাল পুরসভা?

চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন করলেও এর সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ নেই বলে দাবি করেছেন পুরসভার চেয়ারম্যান। পুরসভার চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানান, আমাদের কাছে একটা ইমেল পাঠানো হয়েছিল। সেখানে ২০১২ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত যাঁরা ভাইস চেয়ারম্যান ছিলেন তাঁদের সমস্ত তথ্য জানতে চাওয়া হয়েছে। আমরা সেই ইমেল এর উত্তর দিয়ে দিয়েছি।

Job Scam: উত্তর ২৪ পরগনার পুরসভাগুলিতে নিয়োগ নথি খতিয়ে চোখ কপালে! ‘গরমিল’ ১৫০০ চাকরিতে
বিরোধীরা কী বলছে?

হাতে গরম ইস্যু নিয়ে এনিয়ে তৃণমূল পরিচালিত বারাসত পুরসভাকে বিঁধতে ছাড়েনি গেরুয়া শিবির। স্থানীয় বিজেপি রাজ্য কমিটির সদস্য তাপস মিত্র জানান, রাজ্যের প্রতিটি পুরসভা কোনও না কোনও ভাবে নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত। এবার আমাদের পুরসভার নামও জড়িয়ে পড়ল। বিষয়টি নিয়ে আমি তীব্র ধিক্কার জানাই। আমরা চাই, দুর্নীতির সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। দুর্নীতিতে কেউ যুক্ত থাকলে তাঁকে গ্রেফতার করা হোক বলেও জানান তিনি।

রাজ্য রাজনীতির নতুন খবর পড়তে চান? এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল ফলো করুন। ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *