কী জানা যাচ্ছে?
মৃত্যুর পরে কেমন দেখতে লাগবে নিজেকে? মৃত্যুর আগে নিজের ছবি ক্যামেরা বন্দি করে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী গৃহবধূ বলে অভিযোগ। ঘটনাটি কালনা দুনাম্বর ব্লকের আনুখাল এলাকার। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। তদন্ত শুরু করেছে কালনা থানার পুলিশ। পরিবারের লোকজনকে মহিলার রহস্যমৃত্যু নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পরিবার কী জানাচ্ছে?
পরিবার সূত্রে জানা যায়, বন্দনা মালিক নামে ওই গৃহবধূ নাতিদের সঙ্গে গল্প করছিলেন। নিজেকে মৃতুর পরে দেখতে কেমন লাগবে তা দেখার জন্য একটি ভালো শাড়ি পড়ে মৃতদেহের ন্যায় শুয়ে পড়েন। নাতিদের মোবাইলে ছবি ক্যামেরা বন্দি করতে বলেন। মৃত্যুর পরে কেমন লাগবে দেখার জন্য এমন কাজ করতে বলেন তিনি বলে পরিবারের সদস্যের দাবি। নাতিদের হাতে তোলা সেই ছবি দেখেনও তিনি।
এরপর কী হয়?
নিজের ছবি দেখার পর পাশের ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হন বছর ৪৫ এর বন্দনা মালিক। তবে কি কারণে এই আত্মহত্যা? নিশ্চিত নন পরিবারের সদস্যরা। শুক্রবার কালনা হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয়। তবে ঘটনায় পরিবারে নেমেছে শোকের ছায়া। কালনা থানার পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে।
পরিবারের সদস্যরা কী বললেন?
পরিবারের এক সদস্য বলেন, সকাল থেকে ভালই ছিল। নাতিদের সঙ্গে গল্প করছিলেন। এর মাঝেই মৃত্যুর পর কেমন দেখতে লাগবে? এরকম ভাবনায় কিছু ছবি তোলেন। এর কিছুক্ষণের মধ্যেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। ঘটনায় হতচকিত হয়ে যান পরিবারের সকল সদস্যরা। কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। পরিবারের ওই সদস্য বলেন, ‘ কেন এরকম উনি করলেন বুঝতে পারছি না।’ ওই মহিলা কোনও মানসিক সমস্যায় ভুগছিলেন কিনা সে ব্যাপারেও কিছু বলতে পারেননি পরিবারের সদস্যরা।
খবর পড়তে চান মোবাইলে? এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল ফলো করুন। ক্লিক করুন এখানে