Durga Puja Europe: উলুবেড়িয়া থেকে ইউরোপ পাড়ি দেবী মূর্তির, অধিকারী দম্পতির সৌজন্যে লুক্সেমবার্গে দুর্গাপুজো – durga idol taken from uluberia will be offered puja at luxembourg


পুজোর ঢাকে কাঠি পড়েছে। আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। তারপরেই পুজোর আনন্দে মেতে উঠবে আপামর বাঙালি। তবে শুধু এই রাজ্যে বা এদেশেই নয় পুজোর কটা দিন। বিদেশের মাটিতেও পুজোর আনন্দে মেতে সেখানকার প্রবাসী বাঙালিরা। যেমন পশ্চিম ইউরোপের লাক্সেমবার্গ শহর।

বিদেশের মাটিতে দুর্গাপুজো
দেবীপক্ষে লাক্সেমবার্গ অর্গানাইজেশনের উদ্যোগে বিদেশের মাটিতে গত বছর থেকে এই দুর্গাপুজো হচ্ছে। মূলত একসময় কলকাতার বাসিন্দা ধৃতি অধিকারী এবং তার স্ত্রী নীলাঞ্জনা অধিকারী লাক্সেমবার্গ শহরে এই পুজো শুরু করার উদ্যোগ নেন। বর্তমানে বিদেশের মাটিতে এই দুর্গা পুজোকে ঘিরে চরম উন্মাদনার সৃষ্টি হয়েছে। পুজোর জন্য স্থানীয় হল বুক করা, পুজোর চারদিন খাবারের মেনু, অতিথি আপ্যায়ান থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচি সবকিছুই প্রায় তৈরী। এখন শুধু পুজোর দিনের অপেক্ষা।

উলুবেড়িয়া থেকে যাচ্ছে বাজার
জানা গিয়েছে, লাক্সেমবার্গ শহরে এই পুজোয় জার্মানী, পোল্যান্ড, নেদারল্যান্ডের পাশাপাশি, বিভিন্ন জায়গায় থাকা প্রবাসী বাঙালিরা এই পুজোয় অংশ নেয়। পুজোয় একটি ৫ ফুটের একটি ফাইবারের দূর্গা প্রতিমা থাকলেও উলুবেড়িয়া ময়রাপাড়া থেকে নিয়ে যাওয়া কয়েক ইঞ্চির ছোট একটি দুর্গা প্রতিমাতেই মূল পুজো করা হবে। তবে শুধু প্রতিমাই নয়, পুজোর পদ্ম ফুল থেকে মিষ্টি, বেনে বাজার থেকে আনুষাঙ্গিক দশকর্মার বাজার সবকিছুই কলকাতা থেকে নিয়ে যাওয়া হচ্ছে।

আয়োজনে অধিকারী দম্পতি
নীলাঞ্জনা অধিকারী জানান, কর্মসূত্রে মুম্বইতে থাকার সময় দুর্গা পুজোয় বাঙালিদের উন্মাদনা দেখছিলাম। বছর ৫ আগে লাক্সেমবার্গ শহরে আসার পর দুর্গা পুজোর দিনগুলিতে সেইসব উন্মাদনা চোখের সামনে ভেসে ওঠার সময় একটা একাকিত্ব আমাকে গ্রাস করত। আর সেই একাকিত্ব কাটাতেই আমরা স্বামী স্ত্রী দুর্গা পুজো করার মনস্থির করি। সেই মতো প্রতিমার অর্ডার দেওয়া থেকে পুরোহিত ঠিক করা, এমনকি পুজোর জিনিসপত্র যোগাড় করি। নীলাঞ্জনা অধিকারী জানান, ‘ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এখানেই পুজো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পুজোর কটাদিন দু’বেলা মায়ের বিশেষ ভোগের আয়োজন করা হয়। এবার আমরা নিজেরাই ভোগ রান্না করব। আর এইবছর অষ্টমীর বিশেষ ভোগ সকলকে খাওয়ানোর একটা পরিকল্পনা আছে। ‘বিদেশের মাটিতে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরাটাই তাদের অন্যতম লক্ষ্য বলে জানান নীলাঞ্জনা অধিকারী। দেশের মাটি থেকে দূরে থেকে এই পুজোর আয়োজনের মধ্যেই শিকড়ের ছোঁয়া পান প্রবাসীরা।

দেশ দুনিয়ার সমস্ত খবরের সঙ্গে দুর্গা পুজো স্পেশাল খবর পড়তে হোয়াটস অ্যাপে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *