Howrah Municipal Corporation: বেআইনি নির্মাণে কড়া হাওড়া পুরসভা, নিয়ম না মানলেই এবার FIR – howrah municipality taking strict steps on illegal construction


বেআইনি বহুতল রুখতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে হাওড়া পুরসভা। নিয়ম ভাঙলেই এবার প্রোমোটারদের বিরুদ্ধে থানায় FIR করবে পুরসভা। পুর প্রশাসনের তরফ থেকে জারি এই কড়া হুঁশিয়ারি। পুজোর পর থেকেই এই নিয়ম কার্যকর করা হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

বেআইনি নির্মাণ নিয়ে মাথা ব্যথা

আইন না মেনে পরিকল্পনাহীন ভাবে বেআইনি বহুতল তৈরির সমালোচনা সর্বত্র। নিয়ম না মেনে বেআইনি নির্মাণের কারণেই প্রাকৃতিক বিপর্যয়ের শিকার সিমলা থেকে সিকিম। সম্প্রতি সিকিমের হড়পা বানে সাংঘাতিক ক্ষতিগ্রস্থ উত্তরবঙ্গও। শুধু উত্তর নয়, দক্ষিণেও সমানভাবে বেআইনি নির্মাণের রমরমা। ভূমি বিশেষজ্ঞদের দাবি, নিয়ম না মেনে এভাবে বহুতল তৈরি হলে যেদিন ভূমিকম্প হবে সেদিন ধূলিসাৎ হয়ে যাবে সব বাড়ি-বহুতল। বেআইনি নির্মাণের রমরমা এখন মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে হাওড়া পুরসভা।

হাওড়ায় বেআইনি নির্মাণের রমরমা

উল্লেখ্য, হাওড়া পুর এলাকায় বেআইনি বহুতল নির্মাণ বেড়েই চলেছে। এই অভিযোগ উঠছে নাগরিকদের। তবে বেআইনি বহুতল রুখতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছে হাওড়া পুরসভা।নিয়ম না মানলে এফ আই করা হবে থানায়। এধরনের পদক্ষেপ এই প্রথম নেওয়া হল। হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানান, ‘বেআইনি নির্মাণ রুখতে তারা বদ্ধপরিকর। খবর পেলে প্রথমে নোটিশ পাঠানো হবে। শুনানির পর বৈধ কাগজপত্র না দেখাতে পারলে ভেঙে দেওয়া হবে অবৈধ নির্মাণ। এরপর যদি কোনও প্রোমোটর আবার সেখানে নির্মাণ করেন তাহলে সোজা থানায় এফ আই আর করা হবে। তিনি আরও জানান, এরকম নিয়ম ভাঙা কিছু প্রোমোটারের তালিকা তৈরি করা হয়েছে।

Howrah Station : হাওড়া স্টেশনে বড় বিপদ! চোখ কপালে পুরসভার আধিকারিকদের

এবিষয়ে হাওড়া পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে বলে জানান হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। পুজোর পর থেকেই লাগু হবে নয়া বিধি।বেআইনি নির্মাণ নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা।কিছুদিন আগে পুরসভা অভিযান করে ডেপুটেশন দেওয়া হয় BJPর পক্ষ থেকে। BJP হাওড়া সদরের সম্পাদক ওম প্রকাশ সিং জানান, ‘পুরসভা যা করছে সেটা হল মানুষকে বোকা বানানো। এটা শুধুমাত্র আই ওয়াশ।বেআইনি বহুতল নির্মাণ কী করে হচ্ছে! পুরসভার নজরদারি নেই? ‘ সব মিলিয়ে এই সব অভিযোগের জবাব দিতেই কোমর বেঁধে নামছে হাওড়া পুরসভা।

দেশ, দুনিয়া ও রাজ্যের কোণায় কোণায় হওয়া গুরুত্বপূর্ণ ঘটনা জানতে হোয়াটস অ্যাপে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *