কী জানাল আদালত?
যাঁর বিরুদ্ধে দক্ষতা নিয়ে প্রশ্ন তুলে নিয়োগ দুর্নীতি তদন্ত থেকে তাঁকে সরিয়ে দিয়েছিল হাইকোর্ট, এমনকি রাজ্যের কোথাও তিনি অন্য কোনও তদন্ত করতে পারবেন না বলে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই সব নির্দেশ ফিরিয়ে নিল আদালত। আদালতের নির্দেশ অনুযায়ী, নিয়োগ দুর্নীতি সহ সব মামলার তদন্তে ফিরলেন মিথিলেশ কুমার মিশ্র। আগের নির্দেশ প্রত্যাহার করে জানালেন বিচারপতি অমৃতা সিনহা। পশ্চিমবঙ্গের যে কোনও মামলার তদন্ত করতে পারবেন মিথিলেশ। তার বিরুদ্ধে নির্দেশনামায় যে পর্যবেক্ষণ ছিল তাও প্রত্যাহার করলেন বিচারপতি সিনহা।
ED আধিকারিককে ভর্ৎসনা
‘আপনি কি তদন্ত থেকে অব্যাহতি চান?’ অসন্তুষ্ট হয়ে EDর সহকারী অধিকর্তা মিথিলেশ মিশ্রকে ভর্ৎসনা করেছিলেন বিচারপতি সিনহা। লিপ্স অ্যান্ড বাউন্ডস মামলায় তদন্তে অগ্রগতি নেই কেন? সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু ছাড়া কারও বিরুদ্ধে কি কোনও তদন্ত হয়েছে? প্রশ্ন তোলেন বিচারপতি। ‘টানেলের শেষে’ কবে পৌঁছনো যাবে? জানতে চান তিনি। রাজ্যে একাধিক দুর্নীতি মামলার দায়িত্বে থাকা মিথিলেশ মিশ্র সরাসরি বিচারপতির রোষের মুখে পড়েছিলেন। তাঁর উদ্দেশে বিচারপতি বলছিলেন, ‘আপনি তদন্ত করতে সক্ষমই নন, অন্য কোথাও গিয়ে ভালো কাজ করুন।’
পুনর্বিবেচনার আর্জি
বিচারপতির কড়া নির্দেশের পর তাঁর নির্দেশ পুনর্বিবেচনা করার জন্য হাইকোর্টে আর্জি জানিয়েছিল ED। রুদ্ধদ্বার শুনানি হয় এদিন। ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেন ED-র জয়েন্ট ডিরেক্টর। তিনি আশ্বাস দেন, মিথিলেশ মিশ্র দক্ষতার সঙ্গে কাজ করবেন আগামী দিনে। এরপর আগের নির্দেশ ফিরিয়ে নেন বিচারপতি। উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর মিথিলেশ মিশ্রকে রাজ্যের সমস্ত মামলার তদন্তের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এইদিন সেই নির্দেশ ফিরিয়ে নেন বিচারপতি সিনহা।
আদালতের সব খবর জানতে চান। রইল এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক করুন