পুজো উদ্বোধন শুরু
ইতিমধ্যেই, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২২ জেলার মোট ৮৩৬টি পুজো উদ্বোধন করেছেন। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের শুরু যাত্রা। এছাড়াও
আহিরীটোলা সার্বজনীন, টালা প্রত্যয়, এন্টালি মাতৃভূমি, হাতিবাগান সার্বজনীন পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। লাইনে রয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসের নতুন দায়িত্বপ্রাপ্ত নাকতলা উদয়ন সংঘ, সুরুচি সংঘ, ফিরহাদ হাকিমের চেতলা অগ্রণী থেকে শুরু করে একাধিক নেতা মন্ত্রীদের পুজোর উদ্বোধন। শনিবার থেকেই এই পুজোগুলির উদ্বোধন হয়ে যাবে।
নজরদারি পুলিশের
গত ১২ অক্টোবর থেকে কলকাতার পুজোর মণ্ডপের প্রস্তুতি দেখতে যাবেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গয়াল। ইতিমধ্যে শহরের ৬৭৫টি পুজো কমিটিকে নিয়ে বৈঠক করেছে কলকাতা পুলিশ। পুজো মণ্ডপগুলিতে মানুষের নিরাপত্তা, অগ্নি নির্বাপক ব্যবস্থা, দর্শনার্থীদের লাইন নিয়ন্ত্রণ সহ একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে।
এবারের পুজোয় নতুন কী?
কলকাতা পুলিশের তরফে শহরের পুজোগুলির জন্য এবার বিশেষ কিছু বাড়তি সতর্কতা এবং নতুন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কলকাতা পুলিশের তরফে ডিজিটাল ডিসপ্লে বোর্ড ব্যবস্থা করা হবে গুরুত্বপূর্ণ পুজো মণ্ডপগুলির কাছে। কত সময় পুজো প্যান্ডেলে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন, তার একটা আনুমানিক হিসেব দেওয়া হবে। এছাড়াও বেপরোয়া বাইক ড্রাইভিং নিয়েও বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেআইনি গাড়ি পার্কিং, বাইক পার্কিং নিয়েও কড়াকড়ি থাকবে শহরে। মহিলাদের সুরক্ষার জন্য থাকবে উইনার্স টিমও।
পুজোর মধ্যে আকাশের মুখভার থাকবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বিধাননগরের বাসিন্দাদের জন্য এবার নতুন একটি অ্যাপ তৈরি করেছে বিধাননগর পুলিশ। ডিজনি ল্যান্ড থেকে শুরু করে রাম মন্দির, মহীশূর প্যালেস থেকে অবিনশ্বর নানা থিমের উপর সেজে উঠতে চলেছে শহরের নামী পুজোগুলি। আগামীকাল থেকেই পুজোর আমেজ ছড়িয়ে পড়বে গোটা শহর জুড়ে। আলোকসজ্জা, খাবার স্টল থেকে শুরু করে সবরকম প্রস্তুতিতে সাজ সাজ রব। তাহলে আর কী! দিনগোনা শুরু করে দিন। মন-অভিমান, বিষাদ, বিষণ্ণতা ভুলে মেতে ওঠার আয়োজন শুরু করুন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ মিলন উৎসবে।
পুজোর নতুন খবর পড়তে চান? এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল ফলো করুন। ক্লিক করুন এখানে