Nadia News : মাঝনদীতে আটকে গেল পড়ুয়া বোঝাই নৌকা, হুলস্থুল কাণ্ড নদিয়ায় – nadia santipur school students stuck in a boat middle of the river creates panic


মাঝগঙ্গায় বিপজ্জনকভাবে আটকে ছাত্র-ছাত্রী বোঝাই নৌকা। পড়ুয়াদের উদ্ধারে প্রশাসনিক গাফিলতির অভিযোগ। চাঞ্চল্যকর ঘটনা নদিয়া জেলার শান্তিপুরে। বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

কী ঘটনা ঘটেছে?

মাঝ গঙ্গায় বিপদজনক ভাবে আটকে ছাত্র-ছাত্রী বোঝাই নৌকা। ঘণ্টার পর ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেলেও উদ্ধার কাজ শুরু হল না বলে অভিযোগ করলেন স্থানীয়রা। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক ক্ষোভের সঞ্চার হল শান্তিপুরের চরপান পাড়া ও বাগআছড়া এলাকায়।

কীভাবে আটকে পড়ল নৌকা?

স্থানীয় সূত্রের খবর, প্রত্যেক দিনের মতো শুক্রবার সকালেও শান্তিপুরের চরপান পাড়া থেকে বাগআছড়া স্কুলে নৌকাে করে আসছিল প্রায় ২০ জন ছাত্র-ছাত্রী। অভিযোগ, আনুমানিক সকাল ১০ টা নাগাদ হঠাৎই প্রচুর পানার কারণে মাঝ গঙ্গায় আটকে পড়ে ছাত্র-ছাত্রী বোঝাই নৌকাটি। অভিযোগ, এই বিষয় জানাজানি হতেই স্থানীয় মানুষজন শান্তিপুর থানা ও প্রশাসনিক দফতরে খবর দেয়।

প্রশাসনিক গাফিলতি?

অভিযোগ, সেই ঘটনার পর প্রায় ৫ ঘণ্টা কেটে গেলেও দুপুর পর্যন্ত উদ্ধার কাজ শুরু করতে পারেনি শান্তিপুর ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসন। আর এর পরই স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। মাঝ গঙ্গায় জীবন হাতে করে থাকা ছাত্র-ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। গোটা এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে প্রশাসনের তরফে একটি টিম পাঠিয়ে উদ্ধার করা হয় পড়ুয়াদের।

ED Raids In Nadia : নদিয়ায় রাইস মিল-মুদি দোকানেও ED তল্লাশি, নজরে ‘রেশন দুর্নীতি’!
নৌকার মাঝি কী বললেন?

নৌকার এক মাঝি জানান, এঁদের স্কুলে আজকে পরীক্ষা ছিল। যাওয়ার পথে মাঝ নদীতে প্রচুর পানা জমে থাকায় নৌকা আর যেতে পারেনি। বিকল হয়ে যায়। এত ছোট ছোট ছেলেমেয়েগুলো আটকে পড়ে। বহুক্ষণ ধরে ওর কিছু খেতে পারেনি, জল পায়নি। সবাই আতঙ্কের মধ্যে পড়ে যায়। আমরা স্কুলের প্রধান শিক্ষক, বিডিও সাবেক জানিয়েছি। বহুক্ষণ পড়ে উদ্ধারের জন্য একটি টিম পাঠায়। তারপরেও উদ্ধার করতে দেরি হয়।

স্থানীয়রা কী জানালেন?

স্থানীয় বাসিন্দারা জানান, নদীর পাড়ের দিকে প্রচুর কচুরিপানা জমে যায়। যে কারণে পানার জঙ্গল ভেদ করে নৌকা পাড় পর্যন্ত আসতে পারেনি। মাঝপথেই আটকে যায়। এরপর একাধিক জায়গায় খবর দেওয়া হলেও পড়ুয়াদের উদ্ধার করতে প্রচুর সময় লাগিয়ে দেওয়া হয়। স্থানীয় পঞ্চায়েতের এক সদস্য জানান, আমরা খবর পাওয়া মাত্রই উদ্ধারের জন্য টিম পাঠানো হয়েছে। ওদেরকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসা হচ্ছে।

সব খবর সবার আগে পড়তে এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *