West Bengal Police : টাকা তুলছে পুলিশ, ‘টার্গেট’ ভক্ত-পর্যটকরা ! ভিডিয়ো ঘিরে তোলপাড় বীরভূম – six birbhum police allegedly extorting money video spread all over social media


পুলিশের টাকা তোলার ভিডিয়ো ভাইরাল। তোলপাড় গোটা বীরভূম জেলা। টাকা তোলার ভিডিয়ো ভাইরাল হতেই গোটা জেলায় তোলপাড় পড়ে গিয়েছে। ভাইরাল ভিডিয়ো দেখা গিয়েছে রামপুরহাট থানার অন্তর্গত হস্তিকান্দা সীমান্তের পুলিশ ক্যাম্পে ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়ি থামিয়ে টাকা তুলছেন সেখানে কর্মরত পুলিশকর্মীরা। এই ভিডিয়োই এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিয়ো দেখা গিয়েছে এক অবাক করা ছবি। পুলিশকর্মীদের টাকা দাবি করার বিরোধিতা করেন এক গাড়িচালক। কেন টাকা নেওয়া হচ্ছে জিজ্ঞেস করায় তাঁকে ঠেলে পুলিশ ক্যাম্পের ভিতর ঢুকিয়ে দেওয়া হয়। তারপরই ক্যাম্পের দরজা বন্ধ করে দেওয়া হয়। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

রামপুরহাট থানার অন্তর্গত হলেও জেলা পুলিশ সুপারের নির্দেশে পুলিশ লাইন থেকে ছয় পুলিশকর্মীকে নিয়ে ক্যাম্প তৈরি করা হয়। সেই ক্যাম্পেই পুলিশকর্মীদের টাকা তোলার ভাইরাল ভিডিয়ো ঘিরে জেলার পুলিশমহলেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই অভিযোগ সামনে আসার পর রামপুরহাটের SDPO-র নির্দেশে পুলিশকর্মীদের একটি দল হস্তিকান্দায় পৌঁছয়। ওই পুলিশকর্মীদের সাসপেন্ড করা হয়েছে। এ প্রসঙ্গে বীরভূম জেলা পুলিশের সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়কে এই সময় ডিজিটালের প্রশ্নের বলেন, ‘আমি এই নিয়ে এখনই কোনও মন্তব্য করব না।’

Truck Hijacking : চালক সেজে হাইজ্যাক করে গোটা ট্রাক, বিহার থেকে পুলিশের জালে অভিযুক্ত
বীরভূম জেলায় একাধিক তীর্থস্থান রয়েছে। রয়েছে পর্যটনকেন্দ্রও। প্রত্যেকদিন অসংখ্য ভক্ত কঙ্কালীতলা, তারাপীঠের মতো পর্যটনকেন্দ্র রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পর্যটক ও তীর্থযাত্রীদের গাড়ি আটকেই মূলত টাকা তোলা হয়। এমনকী রোগীদের গাড়ি আটকেও টাকা তোলার অভিযোগ উঠছে হস্তিকান্দা ক্যাম্পের পুলিশকর্মীদের বিরুদ্ধে।


বীরভূম-ঝাড়খণ্ড সীমান্তের নজরদারির জন্য পুলিশ ক্যাম্প তৈরির নির্দেশ দেন বীরভূমের পুলিশ সুপার। কিন্তু অগাস্ট মাসে রাজ্য প্রশাসনের এক সচিবের আত্মীয় তারাপীঠ থেকে ফেরার সময় সেখানে আটকানো হয়। তাঁর থেকে ওই আধিকারিকের কাছে খবর যায়। বীরভূম জেলা পুলিশের কাছে খবর আসে। গত ২৯ অগাস্ট পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় রাস্তার কোথাও পুলিশের গাড়ি দাঁড় করানো ও টাকা তোলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেন। তারপরই এই ঘটনা পুলিশের শীর্ষকর্তাদের অস্বস্তিতে ফেলবে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি কলকাতা হাইকোর্টে বসে পুলিশের টাকা তোলার ভিডিয়ো দেখেন বিচারপতি জয় সেনগুপ্ত। ডালখোলায় পাথরবোঝাই ট্রাক পুলিশকে টাকা তুলতে দেখা যায়। ওই ভিডিয়োর ভিত্তিতে সিআইডিকে তদন্ত করার নির্দেশ দেন বিচারপতি সেনগুপ্ত। ফরেনসিক পরীক্ষা করার নির্দেশও দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *