টিটাগড়ে ফের খুন, টোটোর মধ্যেই বন্ধুকে স্ক্রু ড্রাইভার দিয়ে কোপাল যুবক


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শুক্রবারের পর শনিবার। ফের খুন টিটাগড়ে। স্ক্রু ড্রাইভার দিয়ে কুপিয়ে বন্ধুকে খুনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।শনিবার টিটাগড় পুরসভার উড়ানপাড়া এলাকার ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। পেশায় রংয়ের কারিগর নিহত ওই যুবকের নাম মহম্মদ আবদুল। বয়স প্রায় ৪৩ বছর। খুনে অভিযুক্ত তারই বন্ধু মুন্না।

আরও পড়ুন-তামিলনাড়ু থেকে এবার ফেরিতেই জাফনা, প্রায় ৪ দশক পর ফের চালু পরিষেবা

কীভাবে ঘটে গেল এমন ঘটনা? স্থানীয় ও পুলিস সূত্রের খবর, শনিবার দুপুরের পর বাড়ির কাছেই একটি টোটোয় বসে বিশ্রাম করছিল আবদুল। সেইসময় সেখানে আসে মুন্না। এরপর আচমকাই একটি স্ক্রু ড্রাইভার দিয়ে আবদুলকে কোপাতে থাকে মুন্না। এমনটাই দাবি স্থানীয়দের। আবদুলের চিত্কারে লোক জড়ো হয়ে যায়। তা দেখে পালিয়ে যায় মুন্না। স্থানীয় লোকজন আবদুলকে বি এন বসু মহকুমা হাসপাতালে  নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এনিয়ে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

পুলিসের প্রাথমিক তদন্তে উঠে এসেছে মুন্নার কাছ থেকে ১৪০০ টাকা পেত আবদুল। সেই টাকা নিয়ে সকালে তাদের মধ্যে কথা হয়। দুপুরে টাকা দেওয়ার কথা। দুপুরে আবদুলের সঙ্গে দেখা করতে আসে মুন্না। তার পরে এমন ঘটনা। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ওর দুজনে বন্ধু। প্রায়ই একসঙগে থাকত। আজ আবদুল টোটোয় ঘুমিয়েছিল। সেইসময় তার উপরে হামলা করে মুন্না। দৌড়ে গিয়ে দেখি ওর গলা দিয়ে রক্ত বের হচ্ছে। ওকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। তারপরও ওকে বাঁচানো যায়নি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *