মহালয়ার দিন পিতৃ পুরুষদের উদ্দেশ্যে গঙ্গাঘাটে তর্পণ, নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ নজর – mahalaya tarpan at ganga ghat in hooghly river kolkata


পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। মহালয়া থেকেই বাঙালির পুজো শুরু হয়ে যায়। মহালয়ার ভোর মানে মহিষাসুরমর্দিনী, মহালয়ার ভোর মানেই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ। এই দিনেই দেবীর চক্ষু দান হয়।

অন্যান্য বছরের মতো চলতি বছরও তর্পণকে কেন্দ্র করে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট, শিবপুর ঘাট, তেলকল ঘাট, বাদামতলা ঘাট- কলকাতার দইঘাট, বাবুঘাট, বাজেকদমতলাঘাট, আহেরিটোলা ঘাটে হাজার হাজার মানুষ ভিড় করেন ভোর থেকেই। রাজ্যের অন্যান্য ঘাটগুলিতেও দেখা যায় একই চিত্র।

নিরাপত্তা ব্যবস্থা..

  • ঘাটগুলিতে যাতে কোনও রকমের অশান্তি বা অঘটন না ঘটে সেই জন্য পুলিশ প্রশাসনের তৎপরতা তুঙ্গে। আগে থেকেই ঘাটগুলির সুরক্ষায় একাধিক বৈঠক করা হয়। পরিষ্কার করা হয় এই ঘাটগুলি।
  • এছাড়াও মহালয়ার দিন রাতভোর থেকেই প্রতিটি ঘাটে মোতায়েন রয়েছেন সুরক্ষাকর্মীরা। ঘাটে অস্থায়ী ক্যাম্প করেছে পুলিশ।
  • দড়িতে বেলুন, প্লাস্টিকের বল আটকে নদীর একটি নির্দিষ্ট দূরত্বে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কোনওভাবেই যাতে অঘটন না ঘটে সেই কারণে বারবার তর্পণকারীদের সেই ব্যারিকেডের মধ্যেই থাকার জন্য সতর্ক করা হচ্ছে পুলিশের তরফে।
  • ভোর থেকেই করা হচ্ছে মাইকিং। ড্রোন ক্যামেরার মাধ্যমে ঘাটে ঘাটে চলছে নজরদারি।
  • নদীতে স্পিড বোট এবং লঞ্চ থেকে নজর রাখছে জলপুলিশ।
  • আপৎকালীন পরিস্থিতির মোকাবিলার জন্য ঘাটে ঘাটে রয়েছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। এছাড়াও সিসিটিভি ক্যামেরা এবং ভিডিওগ্রাফির মধ্য দিয়ে গোটা বিষয়টির উপর নজরদারি চালানো হচ্ছে।
  • মোতায়েন করা হয়েছে অ্যাম্বুল্যান্স এবং মেডিক্যাল টিম। পুলিশের পক্ষ থেকে গোটা বিষয়টা পরিচালনা করা হচ্ছে। কিছু অস্থায়ী ক্যাম্পও গড়ে তোলা হয়েছে।

Mahalaya 2023 : ভাগীরথীর কুমিরেই ভয়, জালে ঘেরা হবে তর্পণ ঘাট
এদিন ভোরে বোনকে নিয়ে কালীঘাট মন্দিরে পুজো দেন বলি অভিনেত্রী বিদ্যা বালান। সবাইকে শুভ মহালয়ার শুভেচ্ছা জানান অভিনেত্রী। কয়েকটি পুজো উদ্বোধনের জন্য কলকাতায় এসেছেন তিনি। আর শহরে এলেই তিনি কালীঘাটে পুজো দেন। এইবারও তার ব্যতিক্রম হল না।

মহালয়ার সকালে বাবুঘাটে তর্পণ

মহালয়ার ভোরে প্রতিটি ঘাটে ঘাটে সাধারণ মানুষকে তর্পণ করতে দেখা গেল। হিন্দু ধর্মে এদিন ঋষি এবং প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল নিবেদন করা হয় এবং তাঁদের সন্তুষ্টির জন্য করা হয়ে থাকে তর্পণ। ব্যবহার করা হয় কোশা কুশী। তা খাঁটি তামার তৈরি হয়ে থাকে। দেব দেবীদের জল অর্পণ এবং তর্পণের ক্ষেত্রে তা ব্যবহৃত হয়ে থাকে।

দুর্গাপুজো নিয়ে সব খবরের লেটেস্ট আপডেট পেতে ক্লিক করুন

তুহিনা মণ্ডল এর বিষয়ে

তুহিনা মণ্ডল
তুহিনা মণ্ডল ডিজিটাল কনটেন্ট প্রোডিউসার

তুহিনা মণ্ডল ২ বছরেরও বেশি সময় ধরে Ei Samay Digital-এ ডিজিটাল কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করেছেন। তিনি ‘খাস খবর’ নামে এক পাক্ষিক পত্রিকা দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করার সময় তিনি বাংলা সংবাদপত্র ‘দৈনিক স্টেটসম্যান’-এ রিপোর্টার হিসেবে কাজ করেন। ডিজিটালাইজেশনের যুগে কর্মজীবনকে নতুন দিশা দেওয়ার উদ্দেশে তিনি Ei Samay Digital-এ যোগ দেন। ডিজিটাল মাধ্যমের বিভিন্ন খবর তাঁর নিয়মিত চর্চার মধ্যে পড়ে। পাঠককে দ্রুত সঠিক খবর পৌঁছে দিতে তিনি সদা সচেষ্ট থাকেন। অবসর সময়ে তিনি বইপত্র পড়া এবং বেড়াতে ভালোবাসেন।Read More

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ

Get all the latest news on Durgotsav 2021, মহালয়া , Bodhon, Durga Puja in Bengal, বোধন , mahashtami celebration and much more from Eisamay.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *