Durga Puja 2023 : পুজোর বাকি ৬! ভারত-পাক মহারণ ছেড়ে প্যান্ডেল হপিং শুরু মহালয়াতেই – kolkata durga puja festive mood started from mahalaya


Kolkata Durga Puja : হাতে রইল আর ছয়! পিতৃপক্ষের অবসানের সঙ্গে শুরু হল দেবীপক্ষ। পুজোর শুভলগ্নে পদার্পণ শুরু আজ থেকেই। পুজোর উদ্বোধন শুরু হয়ে গিয়েছে আগেই, তিলোত্তমাবাসীর মন উড়ু উড়ু। ফাঁকায় ফাঁকায় কয়েকটি ঠাকুর দেখে আসলে হয় না! এরকমই ভাবনা উঁকি দিচ্ছে সকলেরই অন্দরে।

ক্রিকেটের মহারণ ছেড়ে পুজো?

পুজোর মধ্যেই বিশ্বকাপ, এরকম কবে হয়েছিল মনে নেই কারোরই। মহালয়ার দিনেই আবার হাই ভোল্টেজ ভারত-পাক ম্যাচ। টিভি স্ক্রিন ছেড়েও উঠতে রাজি নন অনেকেই। সকালে মহিষাসুরমর্দিনী কানে আসার পর থেকেই গায়ে পুজোর হওয়া লেগে গিয়েছে সকলেরই। বারবার নেড়েচেড়ে দেখতে ইচ্ছে করছে নতুন জামা প্যান্ট। তবে ক্রিকেট ছেড়ে মহালয়ার দিনেই কী প্যান্ডেলমুখো হল শহরবাসী?

উদ্বোধন শুরু পুজোর

সরাসরি যাঁরা কলকাতার বিভিন্ন পুজো কমিটির সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের ব্যস্ততা শুরু আজ থেকেই। আজকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নামী ১৮টি পুজোর উদ্বোধন করেছেন। যার মধ্যে রয়েছে নাকতলা উদয়ন সংঘ, চেতলা অগ্রণী ক্লাব, বাবুবাগান, বাদামতলা আষাঢ় সংঘ, সুরুচি সংঘ। যদিও এইসব পুজোগুলোতে এদিন সন্ধ্যার পর থেকে সামান্য ভিড় লক্ষ্য করা গিয়েছে নিকটবর্তী বাসিন্দাদের। কলকাতা ইতিমধ্যেই সেজে উঠেছে আলোর রোশনাইয়ে।

ঢাকে পড়ল কাঠি

সোমবার থেকে পুজোর উন্মাদনা আরও দ্বিগুণ হবে বলেই মনে করা হচ্ছে। আগামী মঙ্গলবার কলকাতা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে আসছেন অমিত শাহ, এমনটাই খবর। সপ্তমীর দিন রাজ্যে আসতে পারেন বিজেপি কেন্দ্রীয় সভাপতি জেপি নাড্ডাও। মুম্বাই, দিল্লি থেকে বিভিন্ন সেলিব্রিটিরাও কলকাতায় আসছেন পুজোর উদ্বোধনে।

Sreebhumi Sporting Disneyland : শ্রীভূমিকে সরাসরি চ্যালেঞ্জ! দুর্গাপুজোয় ‘বাজিমাত’ করতে তৈরি আরও এক ডিজনিল্যান্ড
রাজ্য সরকার ইতিমধ্যে পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা অনুদান দিয়েছে। এদিকে, মহালয়ার দিন বিজেপির তরফেও কলকাতার কয়েকটি পুজোকে অনুদান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বিজেপির ৪৫ টি সাংগঠনিক জেলা থেকে আবেদন চাওয়া হয়েছিল। তার মধ্যে থেকে বেছে ৪২৫টি পুজো কমিটিকে অনুদান দেওয়া হবে বলে জানানো হয়েছে। ৩০ হাজার, ৫০ হাজার থেকে এক লাখ এরকম কয়েকটি ভাগে অনুদান দেওয়া হচ্ছে।
শেষ মুহূর্তের টাচ দিতে ব্যস্ত প্রত্যেকটি নামী পুজো কমিটি। শহরের নিরাপত্তা ব্যবস্থা, বেআইনি পার্কিং থেকে শুরু করে মহিলাদের জন্য সুরক্ষা ব্যবস্থা, দর্শনার্থীদের জন্য ডিসপ্লে বোর্ড এরকম একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কলকাতা পুলিশের তরফে।

শারদ আমেজে মেতে বাংলা, দুর্গাপুজোর খবর-ছবি-ভিডিয়োর জন্য ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *