Howrah Road Accident: মহালয়ার দিনে মর্মান্তিক দুর্ঘটনা হাওড়ায়! দুটি গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত একাধিক – howrah resident expired for an accident at jagatballavpur


Howrah News : মহালয়ার দিনে ভয়াবহ দুর্ঘটনা হাওড়ায়। দুটি গাড়ির সংঘর্ষে মৃত ১, গুরুতর আহত দু’জন। মৃত ব্যক্তির নাম হেমন্ত সাধুখা। আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জগৎবল্লভপুর এলাকায়।

কী ঘটনা ঘটেছে?

স্থানীয় সূত্রে খবর, জগৎবল্লভপুরে প্যাসেঞ্জার ভর্তি ছোট গাড়ি ও টাটা ৪০৭ এর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাটি ঘটে জগতবল্লভপুর বড়গাছিয়া ধর্মতলা এলাকায়। শনিবার বিকাল প্রায় পাঁচটা নাগাদ পথ দুর্ঘটনায় মৃত এক ও আহত দুই। দুর্ঘটনার খবর পেয়েই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।

কীভাবে ঘটল ঘটনা?

জানা গিয়েছে, একটি ৪০৭ গাড়িকে নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে একটি ছোটো জিও গাড়িকে ধাক্কা মারে। জিও গাড়িতে আটজন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় ছোটো গাড়িতে থাকা দুই ব্যক্তি। তাঁদের স্থানীয় মানুষজন উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছয় জগৎপল্লভপুর থানার পুলিশ। মৃত ব্যক্তি হেমন্ত সাধুখার বাড়ি মুন্সিরহাট রামেশ্বরপুর।

Passport Forgery Howrah : পাসপোর্ট জালিয়াতিতে হাওড়ায় আটক ১, বাড়ি থেকে তুলে নিয়ে গেল সিবিআই
গাড়ির এক যাত্রী বলেন, ‘আমরা গাড়িতে আটজন ছিলাম। এত দ্রুত গাড়িটি এসে ধাক্কা মারল, কী গাড়ি ছিল বুঝতে পারিনি। আমাদের গাড়িতে থাকা দু’জন গুরুতর আহত হয়েছে। আমরা ভেতরে ছিলাম বলে কিছু হয়নি।’ জিও গাড়ির চালক বলেন, ‘একটা ৪০৭ গাড়ি ওভারটেক করতে গিয়ে আমার গাড়িতে এসে মারে। আমার গাড়ির একজন যাত্রী নিহত হয়েছেন। দুজন গুরুতর আহত হয়েছেন।’ দুর্ঘটনা দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। বড়গাছিয়া ধর্মতলা এলাকায় বেপরোয়া গাড়ি চলাচলের ব্যাপারে অভিযোগ জানিয়েছেন তাঁরা।

হাওড়ায় দুর্ঘটনা

পুজোর মধ্যেই বিভিন্ন জায়গায় বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ করার ব্যাপারে কড়াকড়ি শুরু করেছে পুলিশ প্রশাসন। তার মধ্যেই গাড়ি দুর্ঘটনা হাওড়ায়। উল্লেখ্য, গত অগাস্ট মাসেই ১৬ নং জাতীয় সড়কে কুলগাছিয়া উপর তুলসীবেড়িয়া মোড়ে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। একটি ট্রেলারের সঙ্গে প্রাইভেট গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মৃত্যু হয় দুই মহিলা সহ তিনজনের। পুলিশ সূত্রে জানা যায়, ট্রেলারটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট গাড়িটিকে ধাক্কা মারলে সেটি দুমড়ে মুচড়ে যায়। গ্যাস কাটার দিয়ে দরজা কেটে ভেতর থেকে যাত্রী বের করতে হয়।

হাওড়া জেলার খবর জানুন এবার হোয়াটসআপ-এ? রইল এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল, ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *