IND vs PAK | World Cup 2023: অরিজিতের গান শুনতে পারেননি? দেখায়নি টিভি-অনলাইনে! এক ক্লিকেই মিটবে আক্ষেপ


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ৫ অক্টোবর বিশ্বকাপের (World Cup 2023) পর্দা উঠেছিল। তবে সেদিন কোনওরকম উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই শুরু হয়েছিল প্রথম খেলা! তা দেখে ফ্যানরা বেজায় চটেছিলেন। কাপযুদ্ধের জৌলুস অনেকটাই ফিকে হয়ে গিয়েছিল বলে, নেটিজেনরা সোশ্য়াল মিডিয়া সরগরম করেছিলেন। তবে বিসিসিআই (BCCI) অন্য়কিছু ভেবে রেখেছিল। বিলম্বিত বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান করা হল। বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্য়াচে মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। শনিবার ‘মাদার অফ অল ব্যাটল’ (IND vs PAK ,World Cup 2023)-এর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়ে গেল বিসিসিআইয়ের বিশেষ নিবেদন ‘আ মিউজিক্যাল ওডিসি’। সুনিধি চৌহান, (Sunidhi Chauhan) শঙ্কর মহাদেবন (Shankar Mahadevan), সুখবিন্দর সিং (Sukhwinder Singh) ও অরিজিৎ সিং (Arijit Singh) মঞ্চ মাতালেন। 

আরও পড়ুন:IND vs PAK | World Cup 2023: রোহিতের সিদ্ধান্তে বদলে গেল ইতিহাস! প্রথম ভারত অধিনায়ক হিসেবে করলেন এই কাজ!

এই অনুষ্ঠান কিন্তু টিভি বা অনলাইনে দেখা যায়নি। কারণ মোতেরায় হাজির হওয়া এক লক্ষ দর্শকের জন্যই ছিল এই বিশেষ ব্য়বস্থা। কোটি কোটি ভারতীয় অনুগামীর জন্য নয়। টিভি বা মোবাইলে ‘আ মিউজিক্যাল ওডিসি’ না দেখানোয় বহু দর্শকই হতাশ হয়েছেন। তবে বাংলার গর্ব অরিজিতের অনুষ্ঠানের ঝলক রইল এই প্রতিবেদনে। দেখে নিন এক ক্লিকে। ডেঙ্গির জন্য ভারত প্রথম দুই ম্যাচে পায়নি দলের তারকা ওপেনার শুভমন গিলকে। তাঁর জায়গায় খেলেছেন ঈশান কিশান। এদিন শুভমন ফিরলেন দলে, ঈশান বসলেন ডাগআউটে। চলতি বছর শুভমনের ব্যাট কথা বলেছে। অসাধারণ ফর্মেই আছেন তিনি। পঞ্চাশ ওভারের ক্রিকেট মাতিয়ে দিয়েছেন তিনি। ২০টি ওয়ানডে ম্যাচে করেছেন ১২৩০ রান। চলতি বছর এই ফরম্যাটে শুভমনই সর্বাধিক রানশিকারি ব্য়াটার। তাঁর গড় ৭২.৩৫। স্ট্রাইকরেট ১০৫.০৩। হাফ ডজন শতরান করা হয়ে গিয়েছে শুভমনের। পাকিস্তানের বিরুদ্ধে শুভমনের খেলা ভারতকে বাড়তি সুবিধাই পাবে।

আরও পড়ুন: IND vs PAK | World Cup 2023: ‘তুমি পিচে হতে পারো…’ এবার বোল্ট বনাম বিরাট! নেটপাড়ায় তুমুল শোরগোল

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা।
 
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, মহম্মদ রিজওয়ান, সউদ শাকিল, ইফতিখার আহমেদ, মহম্মদ নওয়াজ, শাহদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হ্য়ারিস রউফ ও হাসান আলি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *