Locket Chatterjee News : ‘BJP-তে পুরনোদের সম্মান…’, মহালয়ায় তর্পণ সেরে ইঙ্গিতপূর্ণ মন্তব্য লকেটের – locket chatterjee bjp mp says her party will win four hundred seats under narendra modis leadership


দলে পুরোনোদের সম্মান রয়েছে, তাঁদের বুদ্ধি আর নতুনদের শক্তি দিয়ে বিজেপি জিতবে। শনিবার মহালয়ার দিন তর্পণ করতে এসে এমনটাই বললেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন চুঁচুড়া জোড়াঘাটে তর্পণ করেন হুগলির বিজেপি সাংসদ। গঙ্গায় ডুব দিয়ে পূর্বপুরুষদের উদ্দেশে জল নিবেদন করেন। স্নান সেরে সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র আবক্ষ মূর্তিতে মালা দিয়ে রাজ্য বিজেপির কোন্দল নিয়ে মুখ খোলেন লকেট। বিজেপি সাংসদ আরও বলেন, ‘বাংলার বিজেপি শহীদদের জন্য তর্পণ করছে। বাংলয় অশুভ শক্তির বিরুদ্ধে বিজেপি লড়াই করছে এবং এই লড়াই চলবে।’

বিজেপি দফতরে দলীয় কর্মীদের বিক্ষোভ নিয়ে জবাব

সম্প্রতি বিজেপির দলীয় দফতর মুরলীধন সেন লেনে বিক্ষোভ দেখান কর্মীরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ একাধিক নেতার ছবিতে পদাঘাত করতেও দেখা যায় কাউকে। সেই প্রসঙ্গে লকেট লকেট বলেন, ‘বিজেপিতে পুরনোদের গুরুত্ব কমছে না মোটেই। দিলীপ ঘোষ রাহুল সিনহা আমরা সবাই একসঙ্গেই রয়েছি। প্রত্যেকের যথেষ্ট সম্মান আছে। তৃণমূল ষড়যন্ত্র করে যাচ্ছে, নানা ভাবে বিজেপিকে ভাঙার চেষ্টা করছে। BJP-র এতজন বিধায়ক এবং সাংসদ রয়েছেন। তৃণমূলের এই ষড়যন্ত্র ধোপে টিকবে না। ২০২৪ এ নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমরা চারশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসব।’

whatsapp channel.


‘অভিষেকের দূত’ কর্মসূচিকে কটাক্ষ লকেটের

পুজোর পরই ‘দিদির দূত’-এর কায়দা শুরু হচ্ছে ‘অভিষেকের দূত’। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সমস্যা শুনবেন। আর এই কর্মসূচিকেই তীব্র কটাক্ষ করেন লকেট। বিজেপি সাংসদ বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানানোর চেষ্টা চলছে। এটা পরিবারতন্ত্রের বড় উদাহরণ। অভিষেকের হাতে রাজ্যের চাবি তুলে দেওয়ার প্রয়াস। কিন্তু বাংলায় এত দুর্নীতি হয়েছে। গরিব মানুষের টাকা নিয়ে নয়ছয় হয়েছে। তাঁরা দূত হিসেবে গেলেও মানুষ ক্ষমা করবে না। ওঁরা মানুষকে মিথ্যে বুঝিয়ে দিল্লিতে গিয়ে প্রহসন করেছে। মহিলা মন্ত্রীকে হেনস্থা করেছে।’

Abhishek Banerjee : পুজোয় সাধারণ মানুষের পাশে ‘অভিষেকের দূত’
মহালয়ার আগে পুজো উদ্বোধন নিয়ে কটাক্ষ

বৃহস্পতিবার ভার্চুয়ালি রাজ্যের একাধিক পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহালয়ার আগে পুজো উদ্বোধন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সেই নিয়ে মুখ খুলেছেন লকেট। তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রীকে। বিজেপি সাংসদ বলেন, ‘দুর্গাপুজোর আচার অনুযায়ী, পিতৃপক্ষের অবসান ঘটিয়ে যখন দেবীপক্ষের সূচনা হয়, তখনই মা মর্ত্যে আসেন। মহালয়ার পর থেকে আমাদের পুজো উদ্বোধন হয়। কিন্তু কোনও আচার উনি মানেন না। বছরের পর বছর ধরে তিনি এই কাজ করছেন। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মানুষের কাছে ওঁর চাহিদা থাকতেই পারে। কিন্তু নিয়ম মেনে এই কাজ করা উচিত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *