Mahalaya Tarpan : কুমির আতঙ্কে ‘বোমা’ ফাটাল প্রশাসন! ভয়ে ভয়ে তর্পণ কালনার ঘাটে – kalna police takes security measures for crocodile at bhagirathi river at tarpan mahalaya


Bardhaman News : ঘাটে চলছে তর্পণের অনুষ্ঠান। এদিকে, আতঙ্ক রয়েছে কুমির না চলে আসে। এরকমই পরিস্থিতির মধ্যে বর্ধমান জেলার কালনার একাধিক নদীঘাটে মহালয়ার তর্পণ করা হয়। বন দফতরের তরফে ছিল কড়া নজরদারি। কুমির তাড়াতে মাঝেমধ্যেই ফাটানো হয় জল বোমাও।

আতঙ্কের মধ্যে তর্পণ

শনিবার সকালে মহালয়ার পুণ্য লগ্নে কুমির থেকে মানুষকে সচেতন করতে বন দফতরের তরফ থেকে ফাটানো হয় জল বোমা। কালনার একাধিক ঘাটে চলছে তর্পণের অনুষ্ঠান। কুমির থেকে মানুষকে সতর্ক করতেই বন বিভাগের তরফ থেকে চলছে সচেতনতা প্রচার।‌ একই সঙ্গে ফাটানো হচ্ছে জল বোমা।

কুমির চলে আসে লোকালয়ে

উল্লেখ্য, কয়েক দিন আগেই কালনার ভাগীরথী এলাকা সংলগ্ন জাপট পালপাড়া এলাকায় কুমিরের দেখা মিলেছিল। শহরের মধ্যে দিয়েই হেঁটে যেতে দেখা গেছিল কুমিরকে। এরপরই এলাকায় ছড়িয়েছিল আতঙ্ক। আর তারপর থেকেই সচেষ্ট প্রশাসন। এদিন শনিবার সকাল ছটার পর থেকেই কালনা ফেরিঘাট থেকে শুরু করে কাললার বিভিন্ন ঘাটে চলছে বন দফতরের তরফ থেকে সচেতনতা প্রচার।

সচেতনতার প্রচারে স্বয়ং মন্ত্রী

পরবর্তী সময় ওই লঞ্চে উঠে প্রচার চালাতে দেখা যায় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথকে। বেশি দূরে যাবেন না, ভাগীরথীতে কুমির রয়েছে। সাবধানে ও সতর্কতা অবলম্বন করে স্নান করুন। মাইকে এমনই বার্তা দিতে শোনা যায় মন্ত্রীকে। ভাগীরথী তীরে সমস্ত ঘাটে আজ মহালয়ার তর্পণের জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়। যদিও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Crocodile At Kalna : কালনার রাস্তায় ১০ ফুট কুমির! তীব্র আতঙ্ক এলাকায়
কী জানালেন মন্ত্রী?

মন্ত্রী স্বপন দেবনাথ জানান, আজকে মহালয়া। কালনা শহরের ঘাটগুলিতে প্রচুর মানুষ আসেন তর্পণ করতে। কালনা, কাটোয়া সহ বহু দূর থেকে এখানে মানুষ তর্পণ করতে আসেন। তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখেই সর্বক্ষণ প্রচার চালানো হয়েছে। মানুষ যাতে জলে নেমে বেশি দূর পর্যন্ত না যায়, সে জন্য সব সময় নজর রাখা হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা কী জানালেন?

স্থানীয় এক বাসিন্দা জানান, কালনা পুরসভা এলাকায় একটি কুমির ঢুকে পড়েছিল এরকম খবর পেয়েছি। নদীতে নামলে কিছুটা আতঙ্ক তো থাকেই। তবে যেরকম ব্যবস্থাপনা দেখছি, তাতে অনেকটাই নিশ্চিন্ত। প্রশাসনের তরফে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বর্ধমান জেলার আরও খবর চান? জয়েন করুন এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল, ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *