Ration Card : রেশন দুর্নীতির তদন্তে গ্রেফতার বাকিবুর, ফ্ল্যাট থেকে প্রচুর নথি উদ্ধার ED-র – bakubur rahaman arrested by ed on ration scam in west bengal


রেশন দুর্নীতি কাণ্ডে অবশেষে গ্রেফতার করা হল বাকিবুর রহমানকে। শুক্রবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করেন ED আধিকারিকরা। বাকিবুরের ফ্ল্যাট থেকে ইতিমধ্যে প্রচুর নথি উদ্ধার হয়েছে বলেও খবর। মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুরকে গ্রেফতারের পর রাজ্যে রেশন বন্টন দুর্নীতি নিয়ে আরও প্রভাবশালীর উঠে আসবে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

কী জানা যাচ্ছে?

গত বুধবার সকাল থেকে ব্যবসায়ী বাকিবুরের কলকাতার কৈখালির ফ্ল্যাটে তল্লাশি শুরু করেন ED আধিকারিকরা। প্রায় ৫৩ ঘণ্টা ধরে তাঁর ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। ফ্ল্যাটে তল্লাশির পর বাকিবুরকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবশেষে শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করে ED। আজ, শনিবার তাঁকে আদালতে পেশ করা হবে।

রেশন দুর্নীতির তদন্ত

বুধবার থেকেই রেশন দুর্নীতির তদন্তে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি চালায় ED। নদিয়া জেলার একাধিক রেশন দোকান, দোকানের মালিকের বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশি হয় সল্টলেক ও নিউটাউনের একাধিক জায়গায়। পাশাপাশি, মন্ত্রী ঘনিষ্ঠ বাকিবুর রহমানের ফ্ল্যাটেও হানা দেয় ED। অনেক প্রভাবশালী ব্যক্তির সঙ্গে বাকিবুরের যোগাযোগ রয়েছে বলে মনে করছেন ED আধিকারিকরা।

কী জানাল ED?

ED সূত্রে খবর, বাকিবুরের নামে তিনটি চালকল, একটি পানশালা, হোটেল-রেস্তোরাঁ রয়েছে। এত সম্পত্তির মালিক তিনি কীভাবে হলেন সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। বেহিসাবি সম্পত্তির খতিয়ান ঘেঁটে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের সময় ED আধিকারিকরা সদুত্তর পাননি বলে দাবি। সিজিও কমপ্লেক্সে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পরেও অনেক অসঙ্গতি মিলেছে। এরপরেই তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় ED।

ED Raid West Bengal: ২৪ ঘণ্টা পার, নিউ টাউনে অভিষেকের বাড়িতে এখনও ইডি তল্লাশি অব্যাহত
বড়সড় দুর্নীতির পর্দাফাঁস?

রেশন দুর্নীতির গভীরে পৌঁছনোর জন্য বাকিবুর রহমানকে নিজেদের হেফাজতে চাওয়ার জন্য আবেদন করবে ED বলেই জানা গিয়েছে। বাকিবুরের বাড়ি থেকে প্রচুর নথি এবং পাঁচটি আইফোন বাজেয়াপ্ত করা হয়েছে। বাকিবুরের ঘনিষ্ঠ এবং তাঁর ম্যানেজার হিসেবে পরিচিত অভিষেক বিশ্বাসের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল EDর আরেকটি টিম।

কীভাবে শুরু তদন্ত?

উল্লেখ্য, ২০২১ সালে নদিয়া জেলায় বেশ কিছু জায়গায় রেশন বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল। রেশনে নিম্নমানের খাদ্যসামগ্রী দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ED। সেই সূত্রেই বাকিবুর রহমান EDর আতশ কাঁচের তলায় পড়ে। তাঁকে জেরা করে এবার রেশন দুর্নীতিতে আরও বড় নাম বেরিয়ে আসবে বলে মনে করা হচ্ছে।

সবরকম খবর সবার আগে পড়তে চান? রইল এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল, ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *