Saif Ali Khan With Family,পরিবার নিয়ে বেরোলে ড্রাইভার আসনে সইফ নিজেই – saif ali khan goes for lunch with wife kareena kapoor and childs watch the entertainment video


Embed

শনিবার সপরিবারে লাঞ্চে গিয়েছিলেন করিনা কপুর খান। দুই ছেলে তৈমুর আর জেহ-র সঙ্গে টুইনিং করলেন করিনা। নবাব গিন্নি আর নবাব পুত্তুরদের দেখা গেল ক্লাসিক ব্লু ডেনিম আর ক্রিস্প হোয়াইট শার্টে। তবে নবাব সাব সবসময়ই জরা হটকে (Saif Ali Khan With Family)। তাই তাঁকে দেখা গেল ব্ল্যাক ডেনিম আর ব্ল্যাক লিনেন শার্টে। মনোক্রোমে মনোটোনি ব্রেক করতে সইফ পরে নিলেন ক্যানারি ইয়েলো রিস্ট ব্যান্ডের ঘড়ি। তবে সইফ যখনই পরিবার বা ছেলেমেয়েদের নিয়ে বেরোন। গাড়ির স্টিয়ারিং অন্য কারও হাতে ছাড়তে তিনি একেবারে নারাজ। আপনাদের কার স্টাইলিং বেশি ভালো লাগল? বেবো না নবাব সাব? বিস্তারিত জানান ভিডিয়োতে। বিনোদন সংক্রান্ত যাবতীয় ভিডিয়ো সবার আগে জানতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Entertainment Video.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *