- শহরে দুই মিছিল
ব্যস্ত দিনে শহরে দুটি মিছিল রয়েছে। ৮টা নাগাদ বাবুবাজার সংলগ্ন এলাকায় ১০০ থেকে ১৫০ জনের একটি মিছিল বার হওয়ার কথা। মিছিলের জন্য যাতে বাড়তি কোনও যানজট তৈরি না হয় সেই নিয়ে সচেতন পুলিশ।
অপর মিছিলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে হতে চলেছে-বেলা সাড়ে ১২টা নাগাদ। রাজাবাজার ক্রসিং থেকে বার হয়ে রামলীলা ময়দান পর্যন্ত যাবে মিছিলটি। এপিসি রোড, এজেসি বোস রোড, মৌলালি ক্রসিং হয়ে মিছিলটি যাবে। সেখানে উপস্থিত থাকতে পারেন ১৫০০ মানুষ। ফলে এই মিছিলের জন্য সংশ্লিষ্ট এলাকা অবরুদ্ধ হয়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকছে।
যদিও কলকাতা ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই যাবতীয় পদক্ষেপ করা হয়েছে যানজট এড়ানোর জন্য। শনিবার দিন পুজোর কেনাকাটার জন্য অতিরিক্ত জনতার ঢল থাকার একটা আশঙ্কা রয়েছে। সঙ্গে এই মিছিল। ফলে যানজটের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
- শপিং জোনগুলিতে অতিরিক্ত ট্রাফিক নজরদারি…
এদিন হাতিবাগান, গড়িয়াহাট, এসপ্ল্যানেড, নিউ মার্কেট সংলগ্ন এলাকাগুলিতে কেনাকাটার জন্য অতিরিক্ত ভিড় হতে পারে। ফলে এই এলাকাগুলিতে যাতে কোনওভাবেই যানজট তৈরি না হয় সেই জন্য অতিরিক্ত সতর্ক ট্রাফিক পুলিশ। কোনওভাবেই যাতে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে না হয় সেই জন্য বিশেষ নজর দেওয়া হচ্ছে।
- বড় পুজোগুলোর সামনে বিশেষ ব্যবস্থা…
কোনও বড় পুজো মণ্ডপের সামনে যাতে অতিরিক্ত ট্রাফিক জ্যাম না হয় সেই দিকে বিশেষ নজর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড় পুজোমণ্ডপগুলির সামনে কী ভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে তা নিয়ে আগে থেকেই দফায় দফায় বৈঠক করেছিল পুলিশ প্রশাসন।
সেই মোতাবেক সংশ্লিষ্ট এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়াও সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলার জন্যও সতর্ক করছে পুলিশ।
শহর কলকাতার সমস্ত খবর নখদর্পণে রাখতে ক্লিক করুন