West Bengal Police : ‘হৃদয় ভাঙলে জোড়া লাগে কিন্তু…’, মজার ছলে গুরুত্বপূর্ণ বার্তা রাজ্য পুলিশের – west bengal police facebook post on road safety spread all over social media


মহালয়ার সঙ্গে সঙ্গে দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। বাঙালির পুজো প্ল্যান তৈরি। আর মাত্র পাঁচ-ছ’দিনের অপেক্ষা। তারপরই পাঁচদিন চুটিয়ে মস্তি! বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডা হোক বা রাত জেগে ঠাকুর দেখা, বাঙালির দুর্গাপুজোর উৎসাহে কখনও ভাটা পড়ে না। কিন্তু দুর্গাপুজোর সময় কলকাতাসহ গোটা রাজ্যের দাপিয়ে বেড়ানো বেপরোয়া বাইক, পুলিশের মাথাব্যাথার কারণ। বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপ ও কড়াকড়ি করে অনেক সময় আটকানো যায় না বাইক দুর্ঘটনা। তাই পুজোর আগে বাইকচালকদের সতর্ক করতে অভিনব পন্থা নিল পশ্চিমবঙ্গ পুলিশ।


পুজোর আগে পশ্চিমবঙ্গ পুলিশের (West Bengal Police Facebook) অফিশিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে একটি পোস্ট। সেখানে বাইকচালকদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে নিরাপদে থাকতে বাইক চলানোর সময় হেলমেট পরার পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে। একটি ছবিতে দারুণভাবে টানা হয়েছে প্রেমের প্রসঙ্গ।

অফিশিয়াল ফেসবুক পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ লিখেছে, ‘হৃদয় ভাঙ্গলে জোড়া লাগবে কিন্তু মাথার ক্ষেত্রে সেটা সম্ভব না! তাই সবসময় মোটরসাইকেল চালানোর সময় হেলমেট পরুন এবং সুস্থ থাকুন।’ পুলিশের তরফে শেয়ার করা ছবিতে ইংরেজিতে লেখা, ‘Your Broken heart Can be fixed, but your broken head might not. Wear Helmets, Ride safely।’

পুলিশের তরফে করা এই পোস্ট ঘিরে এখন সোশ্যাল মিডিয়ার সর্বত্র আলোচনা। কেউ পুলিশের পোস্ট শেয়ার করে সচেতনা বৃদ্ধির চেষ্টা করেছেন। কোনও কোনও নেটিজেন আবার ফেসবুক পোস্টের কমেন্টে নিজের চিন্তাধারা ভাগ করে নিয়েছে। টুসি দে নামের একটি প্রোফাইল থেকে খানিক মজার ছলে লেখা হয়েছে, ‘যাঁরা হৃদয় ভাঙে বা বিশ্বাসঘাতকতা করে তাঁদের জন্য কোনও শাস্তি নেই কেন? তবে দয়া করে পুলিশের পরামর্শ মেনে চলুন। বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরুন।’

Digha Beach : পুজোর মরশুমে দিঘায় দুর্ঘটনা এড়াতে আরও তৎপরতা, পথে নামল পুলিশ
রাজ্যে সড়ক দুর্ঘটনা কমানোর জন্য ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা রাজ্যজুড়ে গাড়িচালক ও পথচারীদের মধ্যে এই নিয়ে সচেতনতা বৃদ্ধি করা হয়। তাতে দুর্ঘটনার সংখ্যা কিছু কমলেও এক শ্রেণির গাড়িচালকদের মধ্যে এখনও বেপরোয়া মনোভাব রয়েছে। পুজোর সময় এই ধরনের প্রবণতা আরও বাড়ে। তাই তাঁদেকে সতর্ক করতে পুলিশের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানলে জয়েন করুতে এখানে ক্লিক করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *