রণজয় সিংহ: হাড়হিম হত্যাকাণ্ড মালদায়। সাতসকালে বিহার লাগোয়া মহিলার হরিশচন্দ্রপুরে নারকীয় দৃশ্য। ধানের ক্ষেতে উদ্ধার এক মহিলার দেহ। অ্যাসিড দিয়ে বিকৃত করে দেওয়া হয়েছে মুখ। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা এলাকায়।
অভিযোগ, মুখে অ্যাসিড দিয়ে মহিলার মুখ বিকৃত করা হয়েছে। ফলে নিহতের পরিচয় এখনও জানা যায়নি। তবে মৃতার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহের পাশে পাওয়া গিয়েছে কন্ডোমের প্যাকেট। ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অনুমান স্থানীয়দের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য।
বিহার বাংলা সীমান্ত এলাকা হরিশ্চন্দ্রপুর থানার কুশিদা গ্রাম পঞ্চায়েতের নসরপুর গ্রামের রাস্তার ধারে এক চাষের জমিতে এদিন সকালে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর তাঁরাই পুলিসকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস। পুলিলস দেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
আরও পড়ুন, Howrah: ঘুমের মধ্যেই পুড়ে মৃত ১০ মাসের শিশু সহ বাবা-মা, মর্মান্তিক অগ্নিকাণ্ড উলুবেড়িয়ায়!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)