BJP News,কর্মীরা ‘চাকর’ নন! সুকান্ত’র ‘বহিষ্কার’ মন্তব্যের চূড়ান্ত বিরোধিতা অনুপমের, তুঙ্গে BJP-র কোন্দল – sukanta majumdar bjp state president criticised by birbhum leader anupam hazra


আরও প্রকট হল BJP-র গোষ্ঠীদ্বন্দ্ব! বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্যের বিরোধিতা করলেন সর্বভারতীয় বিজেপি নেতা অনুপম হাজরা। সুকান্ত মজুমদারের মন্তব্যে বিজেপির ‘সাংগঠনিক ক্ষতি’ হতে পারে বলেও মনে করছেন তিনি।

কী অভিযোগ তুললেন অনুপম?

বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের শোকজ বা সাসপেন্ড করা হবে। বিজেপি রাজ্য সভাপতি এমন মন্তব্যে ‘সাংগঠনিক ক্ষতি’ হবে। রবিবার বোলপুরে এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। তিনি রাজ্য বিজেপির বেশ কয়েকজন উচ্চপদাধিকারীর দিকে আঙুল তুলেছেন।

অনুপমের অভিযোগ কী?

তাঁর অভিযোগ, রাজ্য বিজেপির পদে থাকা কয়েকজন ক্ষমতার অপব্যবহার করছেন। পদটিকে নিজেদের ‘পৈতৃক সম্পত্তি’ ভাবছেন। তাঁদের বোঝা উচিত এর ব্যাপক প্রভাব পড়বে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে। অবিলম্বে বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের সঙ্গে বসা উচিত নেতৃত্বের। কেন তাঁরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন সেই বিষয়টি বোঝা উচিত।

বিজেপি অফিসে বিক্ষোভ

বুধবার বিজেপির সল্টলেকের অফিসে বিক্ষোভ দেখান কিছু বিজেপি কর্মীরা। পরের দিন মুরলীধর সেন লেনের অফিসে চূড়ান্ত বিক্ষোভ দেখানো হয়। সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি শীর্ষ নেতৃত্বের ছবিতে পদলেহন করতে দেখা যায় বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের। এই প্রসঙ্গে অনুপম বলেন, আগেও রাহুল সিনহা, দিলীপ ঘোষরা বিজেপির নেতৃত্বে দিয়েছেন। কথায়, কথায়, এতো সাসপেন্ড, বহিষ্কার হয়নি। অনুপম বলেন, ‘বুথের কর্মীদের সহকর্মী হিসেবে ভাবতে শিখুন, আপনি তাঁদের চাকর ভাববেন না।’

কী বলেছিলেন সুকান্ত?

ঘটনার পরেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বলতে শোনা যায়, সল্টলেক কার্যালয় এবং মুরলীধর সেন লেনে যাঁরা বিক্ষোভ দেখিয়েছে সেটা আমরা নজরে রেখেছি।’ দলের বিরুদ্ধে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে, বিশৃঙ্খলা তৈরি করেছে তাঁদের কাউকে ছাড়া হবে না বলে কড়া ভাষায় প্রতিবাদ জানান সুকান্ত। তিনি আরও বলেন, ‘সমস্ত ছবি ভিডিয়ো খতিয়ে দেখা হচ্ছে। যারা বিক্ষোভ দেখিয়েছে তাঁদের চিহ্নিতকরণ করে প্রয়োজনে বহিষ্কারও করা হবে।’ এই বহিষ্কারের প্রশ্নেই আপত্তি তুলেছেন অনুপম। তাঁর কথায়, বিক্ষুব্ধ কর্মীদের সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন। এমনকি, বিক্ষুব্ধ কর্মীদের নিয়ে আলোচনায় বসার ব্যাপারে সায় দিয়েছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষও।

Birbhum News :দেবীপক্ষে তৃণমূলের ‘শ্রাদ্ধ’ বীরভূমে! BJP-র সর্বভারতীয় নেতার উদ্যোগ ঘিরে বিতর্ক
তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ

অন্যদিকে, পাড়ুই থানার ইলামবাজার ব্লকের মাখরা গ্রামে এক বিজেপি কর্মীর বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সেই বিষয়ে অনুপম হাজরা বলেন, ‘শুধুমাত্র বিজেপি করার অপরাধে তার বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে গ্রাম ছাড়া করা হয়েছে জিয়ার আলি নামে বিজেপির ওই সদস্য ও তাঁর পরিবারের লোকজনদের। পুলিশের উচিত অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’

কলকাতা থেকে জেলা সব খবর পড়ুন সবার আগে! তার জন্যেই রয়েছে এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল, ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *