Joka Metro : জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত মেট্রো জানুয়ারিতেই, চলবে ১০ মিনিট অন্তর – joka taratala metro route will be extended to majerhat station within january


নতুন বছরেই সুখবর পাবেন Kolkata Metro-র যাত্রীরা। জানুয়ারি মাসেই, Joka to Taratala Metro চলাচল বাড়ানো হবে মাঝেরহাট পর্যন্ত। পাশাপাশি, ৪০ মিনিটের জায়গায় ১০ মিনিট অন্তর মেট্রো চলাচল করবে বলেও জানা গিয়েছে কলকাতা মেট্রো রেল সূত্রে।

কী জানা যাচ্ছে?

আরভিএনএল জানিয়েছে, ৮.৫ কিমি এই রেলপথে যেটুকু সিগন্যালিং-এর কাজ বাকি আছে, তা জানুয়ারির মধ্যে শেষ করা হবে। পাশাপাশি, দুদিকের লাইনেই মাল্টি রেক অপারেশনের কাজও নির্দিষ্ট সময়ের মধ্যে হয়ে যাবে। জোকা থেকে তারাতলা পর্যন্ত ৬.৫ কিমি যাত্রাপথের ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ চলছে। নভেম্বরে তারাতলা থেকে মাঝেরহাট পর্যন্ত ২ কিমি অংশেরও ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ শুরু হবে।

কী জানাচ্ছে মেট্রো?

গত বছর ৩০ ডিসেম্বর জোকা থেকে তারাতলাগামী মেট্রো চলাচল শুরু করা হয়। যদিও, একদিকের মেট্রো চলাচল করার জন্য এই লাইনে যাত্রীদের চাপ সেরকম ছিল না। একমুখী মেট্রো চলাচলের জন্য ৪০ মিনিট পর্যন্ত অপেক্ষা করে থাকতে হত যাত্রীদের। সারাদিনে মাত্র ২৪টি মেট্রো চালানো হয় এই রুটে। সেই সমস্যার সমাধান হচ্ছে দীর্ঘদিন বাদে। মাঝেরহাট স্টেশন চালু হয়ে গেলে দুদিকেই মেট্রো চলবে, যে কারণে ১০ মিনিট অন্তর মেট্রো যাত্রার সুবিধা পাবেন স্থানীয় যাত্রীরা। উল্লেখ্য, সম্প্রতি মেট্রোয় কিউআর কোড যুক্ত কাগজের টিকিটের সুবিধা পাচ্ছেন যাত্রীরা।

মাঝেরহাট স্টেশনের কাজ

মাঝেরহাট স্টেশনের কাজ দ্রুততার সঙ্গে শেষ করার চেষ্টা চলছে। নতুন স্টেশনের ভিতরে এবং বাইরে বিভিন্ন সাজসজ্জার শেষ মুহূর্তের কাজ চলছে বর্তমানে। চলমান সিঁড়ির কাজও করা হচ্ছে। মেট্রো রেলের এক আধিকারিক জানান, মাঝেরহাট রেল স্টেশনের সঙ্গে এই নতুন মেট্রো স্টেশনের সংযুক্তিকরণের জন্যেই অনেকটা সময় অতিবাহিত হয়েছে। যে কারণে পুজোর মধ্যে এই লাইন চালু করার ডেডলাইন থাকলেও সেটা সম্ভব হয়নি। সে কারণেই, জানুয়ারির মধ্যেই জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত পুরো রেলপথ যাত্রীদের জন্য চালু হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

Kolkata Metro Purple Line : পার্ক স্ট্রিটে আরও একটি মেট্রো স্টেশন! শুরু হয়ে গেল কাজ
সুবিধা পাবেন রেল যাত্রীরা

মাঝেরহাট রেল স্টেশনের সঙ্গে মেট্রো স্টেশনের যোগাযোগ স্থাপনের ফলে সুবিধা পাবেন রেল যাত্রীরা। বিশেষত, শিয়ালদা বজবজ শাখায় রেলযাত্রীদের এই নতুন মেট্রো স্টেশনের জন্য অনেকটাই সুবিধা হবে। দূর দূরান্ত থেকে আসা রেল যাত্রীরা মাঝেরহাট স্টেশন থেকে মেট্রো করে সহজেই বেহালা, জোকা পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। পাশাপাশি, বালিগঞ্জ, টালিগঞ্জ, আলিপুর থেকে যাঁরা বেহালার দিকে যান তাঁদের বাস, অটোর উপর নির্ভরতা কমবে বলেই মনে করা হচ্ছে।

সব খবর পড়ুন সবার আগে! তার জন্যেই রয়েছে এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল, ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *