Kolkata Traffic Update Today : পুজোর আগের শেষ রবিবার, শহরের ট্রাফিক জ্যামে ভেস্তে যাবে না তো শপিংয়ের প্ল্যান? – traffic condition of kolkata on sunday 15 october 2023 ahead of durga puja 2023


মহালয়া হয়ে গিয়েছে, দোরগোড়ায় কড়া নাড়ছে দুর্গাপুজো। তাই জমিয়ে চলছে পুজোর প্রস্তুতি। বিভিন্ন বারোয়ারিতে ইতিমধ্যেই চলে এসেছে মায়ের প্রতিমা। অন্যান্য পুজো কমিটিগুলিতেও আর ২-১ দিনের মধ্যে প্রচিমা চলে আসবে। একইভাবে বাড়ির পুজোগুলিতেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। অন্যদিকে কেনাকাটাও চলছে পুরোমাত্রায়। আজ আবার পুজোর আগের শেষ রবিবার। তাই বিভিন্ন বাজার বা শপিং মলগুলিতে ভিড় যে তুঙ্গে, তা আর বলার অপেক্ষা রাখে না।

কলকাতায় বিভিন্ন প্রয়োজনে যাতায়াত করেন মানুষ
তাছাড়া নিত্যদিনের ভিড় তো আছেই। আজ যদিও ছুটির দিন, তবুও জরুরি পরিষেবা সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজও বেরোতে হচ্ছে কাজে। এছাড়া আরও অন্যান্য কিছু প্রয়োজনেও কলকাতার রাস্তায় ভিড় দেখা যায় মানুষের। এক্ষেত্রে একটা বিশয় মাথায় রাখতে হবে, কলকাতা রাজ্যের প্রধান শহর হওয়ায়, প্রতিদিনই বিভিন্ন প্রয়োজনে সেখানে মানুষের যাতায়াত লেগেই থাকে। কেউ আসেন কর্মসূত্রে, তো কেউ আবার পড়াশোনার প্রয়োজনে। এছাড়া চিকিৎসা, ভ্রমণ ইত্যাদি তো আছেই। এর মধ্যে কলকাতার পার্শ্ববর্তী বিভিন্ন জেলে থেকে প্রচুর সংখ্যক মানুষ প্রতিদিনই পেশার টানে কলকাতামুখী হন। ফলে সেই শহরের বুকে ভিড় ও যানজট এক চিরপরিচিত চিত্র।

আজকের ট্রাফিক কেমন থাকবে?

তবে আজ যেহেতু রবিবার, তাই ভিড়টা তুলনামূলকভাবে অনেকটাই কম। তবে পুজো শপিংজোন গুলিতে অতিরিক্ত ভিড়ের সম্ভাবনা রয়েছে। আজকের ট্রাফিকের হাল হকিকত জানাচ্ছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল। সেক্ষেত্রে ট্রাফিক পুলিশ জানাচ্ছে, আজ এখনও পর্যন্ত শহরের যান চলাচল সর্বত্র স্বাভাবিকই আছে। কোথাও কোনও মিটিং মিছিলের খবর নেই। ফলে হঠাৎ করে কোনও সমস্যার সৃষ্টি না হলে, রাস্তায় যানচলাচল মসৃণ থাকবে বলেই মনে করছে লালবাজার ট্রাফিক কন্ট্রোল।

আজও বিশেষ পরিষেবা

এদিকে শপিংয়ে যাতায়াতের পথে মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য বিশেষ পরিষেবা চালু রেখেছে রাজ্য পরিবহণ দফতর ও কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। রাজ্য পরিবহণ দফতর শপিং স্পেশাল বাস চালাচ্ছে। আবার বিগত বেশ কয়েক সপ্তাহ ধরেই শনি রবিবারগুলিতে বিশেষ পরিষেবা দিচ্ছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। যদিও কলকাতা মেট্রো শপিং স্পেশাল সেই পরিষেবা যদিও আজই শেষ হয়ে যাচ্ছে। এরপর আবার পুজোর সময় মিলবে স্পেশাল সার্ভিস।

Kolkata Metro Services Durga Puja 2023 : এবারেও পুজোয় রাতভর মেট্রো, পঞ্চমী থেকেই স্পেশাল সার্ভিস! রইল সময়সূচি
এদিকে যে কোনওরকমের দুর্ঘটনা এড়াতে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে পথচারিদের সিগন্যাল দেখে রাস্তা পারাপার এবং স্কুটার ও বাইক চালকদের হেলমেট ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে।

শহর কলকাতার আরও খবরের জন্য যুক্ত থাকুন এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে। ক্লিক করতে হবে এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *