Sonajhuri Haat Shantiniketan : পুজোর আগে বড় সিদ্ধান্ত প্রশাসনের, যানজট এড়াতে বন্ধ থাকবে সোনাঝুরি হাট – bolpur shantiniketan sonajhuri haat will not open during durga puja 2023


যানজট এড়াতে এবার দুর্গাপুজোর ৫ দিন অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী বন্ধ থাকতে চলেছে শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। এমনকী এই বিষয়ে জেলা প্রশাসনের তরফে নির্দেশও দেওয়া হয়েছে হাটের শিল্পী ও বিক্রেতাদের। মূলত দুর্গাপুজোয় যানজট এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ। আর জেলা প্রশাসনের এই নির্দেশ মেনে নিয়েছেন হাটের শিল্পীরাও।

মহকুমা শাসক এই বিষয়ে জানিয়েছেন, দুর্গাপুজোয় বহু মানুষ ভিড় করেন শান্তিনিকেতনের এই সোনাঝুরি হাটে। এছাড়াও যানজট এড়াতে সোনাঝুরির স্থানীয় পুজো কমিটি এলাকার এলাকার মানুষজনও অনুরোধ করেছিলেন, যাতে পুজোর ক’টা দিন যদি হাট বন্ধ রাখা যায়। তাই সেই কথা মাথায় রেখেই পঞ্চমী থেকে দশমী পর্যন্ত মোট পাঁচ দিন এই হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পুজোয় বহু মানুষই বেড়াতে যান। তাঁদের মধ্যে অনেকেই যান শান্তিনিকেতন। আর পর্যটকদের কাছে শান্তিনিকেতনের অন্যতম আকর্ষণই হল সোনঝুরির হাট। সেখান থেকে বিভিন্ন জিনিস কেনেন পর্যটকরা। আবার পর্যটকদের আগমনকে ঘিরে এই সময় বাড়তি লাভের আশায় বসে থাকেন সেখানকার ব্যবসায়ীরাও। কিন্তু প্রশাসনের এই সিদ্ধান্তে এই বছর পুজোয় পর্যটকরা সোনাঝুরি হাটে যাওয়া থেকে যেমন বঞ্চিত হবেন, আবার বিক্রেতারাও বাড়তি বিক্রিবাটার সুযোগ পাবেন না বলে মনে করছেন কেউ কেউ।

যানজট নিয়ন্ত্রণে আরও এক পদক্ষেপ
এদিকে পুজোর আগে যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরণের পদক্ষেপ করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এক্ষেত্রে অনেক জায়গাতেই টোটো চলাচলের ওপর নিয়ন্ত্রণ জারি করা হচ্ছে। যেমন পুজোয় মেদিনীপুর শহরকে যানজটমুক্ত রাখতে টোটো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পুরপ্রশাসন। জানা গিয়েছে, নম্বরবিহীন টোটো ইতিমধ্যেই মেদিনীপুর শহরের রাস্তায় বন্ধ করে দেওয়া হয়েছে। আর পুজোর দিনগুলিতে, অর্থাৎ ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত নম্বরযুক্ত এবং নম্বর বিহীন, দু’ধরণের টোটো চলাচলই বন্ধ থাকবে শহরের রাস্তায়। এই বিষয়ে পুলিশকেও কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে পুরপ্রশাসন।

Baruipur News : পুজোর আগে থেকেই বন্ধ টোটো, কড়া প্রশাসন! সরগরম বারুইপুর
এক্ষেত্রে মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান স্পষ্ট জানিয়ে দেন, নম্বরবিহীন টোটোগুলি ১১ অক্টোবর থেকেই রাস্তায় চলবে না। আর ষষ্ঠী থেকে দশমী নম্বরযুক্ত এবং নম্বরহীন, কোনও টোটোই চলবে না শহরের রাস্তায়। পুলিশ-প্রশাসনকে কড়াভাবে বিষয়টিতে নজর রাখার নির্দেশও দেওয়া হয়েছে বলেও জানিয়ে দেন তিনি।

জেলার আরও খবরের জন্য ফলো করুন এই সময় জিডিটালের হোয়াটলঅ্যাপ চ্যানেল



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *