Sreebhumi Durga Puja Pandal : শ্রীভূমির ডিজনিল্যান্ডে শনির পর রবিতেও ভিড়, থিম পার্কের ফার্স্ট লুকের ভিডিয়ো দেখুন – sreebhumi durga puja pandal overflowed by crowd from sunday


সবে প্রথমা নাকি অষ্টমীর রাত! বোঝার উপায় নেই। মহালয়ার রাত থেকেই ভিড়ে ঠাসা শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয়। ডিজনিল্যান্ড দেখতে উপচে পড়া ভিড়। মহালয়ার পর প্রাক পুজো শেষ রবিবার বাঁধ ভাঙল মণ্ডপে।

কী জানা যাচ্ছে?

এক টুকরো ডিজনিল্যান্ড এবারের পুজোয় চমক শ্রীভূমির। সংবাদ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই কেউ আর দেরি করছেন না! অষ্টমী বা নবমীর রাত পর্যন্ত অপেক্ষা করার বালাই নেই। মহালয়ার দিন থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় উত্তর কলকাতায় এই নামী পুজো মণ্ডপে।

মহালয়ায় জনপ্লাবন

মহালয়ার রাতে বিশেষ আকর্ষণ ছিলেন চলচ্চিত্র জগতের দুই সুপার স্টার। দেব এবং বিদ্যা বালানের উপস্থিতিতে বর্ণময় হয় ওঠে পুজো মণ্ডপ। তাঁদের দেখার জন্য ফ্যানদের উন্মাদনা তো ছিলই, পাশাপাশি, এই সুযোগে মণ্ডপ ও ঠাকুর দর্শনেরও সুযোগ হাতছাড়া করেননি তিলোত্তমাবাসী

রবিবারও ভিড়

প্রাক পুজোর শেষ রবিবার কলকাতার ডিজনিল্যান্ড ভরে গেল দর্শনার্থীতে। একে রবিবার, অনেকেই পুজোর কেনাকাটার শেষ লগ্নে এসে উপস্থিত। পাশাপাশি, পুজোর টানা ছুটি শুরু না হওয়ায় রবিবারের ছুটির সুযোগকে কাজে লাগিয়ে নিতে চাইছেন অনেকেই। রবিবার দুপুরে পর থেকে শ্রীভূমির মণ্ডপে ভিড় বাড়তে আরম্ভ করে।
প্রতিবারের পুজোতেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো নিয়ে আলাদা উন্মাদনা থাকে দর্শনার্থীদের মধ্যে।

Sreebhumi Sporting Disneyland : শ্রীভূমিকে সরাসরি চ্যালেঞ্জ! দুর্গাপুজোয় ‘বাজিমাত’ করতে তৈরি আরও এক ডিজনিল্যান্ড
এবারের তার পরিবর্তন নেই। এক বছরের জন্য মানুষ অপেক্ষা করে থাকেন, এবারের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম কী? সেটা জানার জন্য। পুজো আসতেই জানা যায়, ডিজনিল্যান্ড-এর আদলে এবারের পুজো মণ্ডপ তৈরি করেছেন তাঁরা। বড়দের পাশাপাশি বাচ্চাদের ভীষণ আকর্ষণীয় হয়ে উঠবে বলে জানিয়েছেন পুজোর অন্যতম উদ্যোক্তা রাজ্যের মন্ত্রী সুজিত বসু। মহালয়ার রাত ৮ টা থেকে পুজোর মণ্ডপ সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকেই বাঁধন ছাড়া ভিড় হতে শুরু করে মণ্ডপে। রবিবার দিনেও তাঁর অন্ত হল না। পুজোর দিন যত এগিয়ে আসবে, ভিড় আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। যদিও, এবারের পুজোর বৈঠকে শ্রীভূমির পুজোর জন্য লেকটাউন এলাকায় যান চলাচলের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি খেয়াল রাখতে বলেন অন্যতম উদ্যোক্তা সুজিত বসুকে।

শারদ আমেজে পুজোর আমেজে বাংলা, দুর্গাপুজোর খবর-ছবি-ভিডিয়োর জন্য ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *