Sreebhumi Pandal 2023 : শ্রীভূমির পুজো দেখতে মানুষের ঢল, বাইপাস থেকেই শুরু তীব্র যানজট! – kolkata traffic update on bypass road for sreebhumi puja pandal overcrowded


চলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয়! রবিবার থেকেই ডিজনিল্যান্ড দেখতে ছুটছে শহরবাসী। রবিয়ার সন্ধ্যা থেকেই বাইপাস রোড যান চলাচল স্লো হতে শুরু করেছে। লেকটাউনের কাছে ধীর গতির যান চলাচলের মুখোমুখি হতে হচ্ছে একাধিক যাত্রীবাহী গাড়িকে।

ভিড় জমেছে রবিবার

মহালয়ার দিনেই ট্রেলার দেখিয়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। মহালয়ার সন্ধ্যায় শ্রীভূমির মণ্ডপ দেখেই যে কেউ মনে হতে পারে অষ্টমীর সন্ধ্যা। সেই ট্র্যাডিশন বজায় রয়েছে রবিবার বিকেল থেকেও। রবিবার বিকেলের পর থেকেই দর্শনার্থীরা ভিড় জমাতে শুরু করেছেন পুজো মণ্ডপে। লেকটাউন মোড় থেকে যশোহর রোডের দিকে যাওয়ার রাস্তার দু ধারে ভিড় বাড়তে শুরু করে।

ট্রাফিক চলাচলে প্রভাব

ভিআইপি রোডে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছে কলকাতা পুলিশ। বিমানবন্দর মুখী বাইপাস, বা হাডকো মোড় থেকে উল্টোডাঙা মেন রোডের দিকে যান চলাচল সন্ধার পর থেকেই কিছুটা ধীর গতিতে চলতে শুরু করছে। কলকাতা পুলিশের তরফে আগেই যাতে রাস্তায় গাড়ি স্লো করে প্যান্ডেল দর্শন না করা যায়, সে কারণে লেক টাউনের দিকে যাওয়ার পথে বাম দিকে ভিউ কাটার বসানো হয়।

রবিবার ভিড়ের মাত্রা দ্বিগুণ

রবিবারও যে চিত্রটা একই! রবিবারও বিকেল থেকে ভিড় বাড়ে। পরিস্থিতি খানিকটা জটিল হবে, সেটাই ধারণা ছিল। ভিআইপি ব্রিজ থেকে কলকাতা স্টেশন রোড এবং ক্যানাল সার্কুলার রোডের মুখে সন্ধ্যার পর থেকেই প্রচণ্ড জ্যাম হতে শুরু করে দিয়েছে। গাড়ি চলাচলের গতি অনেকটাই কমে গিয়েছে বলে ট্রাফিক পুলিশ সূত্রে খবর।

নজরকাড়া থিম

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজো মণ্ডপ গতকাল রাত ৮ থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। গতকাল অভিনেতা দেব ও অভিনেত্রী বিদ্যা বালান এসেছিলেন মণ্ডপ দর্শন ও উদ্বোধনী অনুষ্ঠানে। মহালয়ার শুরুতেই ভিড় আগামী দিন গুলোতে কেমন চাপ বাড়বে সেটা দেখিয়ে দিয়েছিল।

Sreebhumi Sporting Disneyland : শ্রীভূমিকে সরাসরি চ্যালেঞ্জ! দুর্গাপুজোয় ‘বাজিমাত’ করতে তৈরি আরও এক ডিজনিল্যান্ড
উল্লেখ্য, এর আগে পুজো নিয়ে একাধিক উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অন্যতম উদ্যোক্তা সুজিত বসুকে তিনি আগেই সতর্ক করেছিলেন যায় লেকটাউনের কাছে পুজোর কয়দিন মানুষকে যাতায়াতের সমস্যায় না পড়তে হয়। সেক্ষেত্রে প্রক পুজো রবিবার যা অবস্থা তাতে আগামী দিনে ভিড় সামলানো পুলিশের পক্ষে আরও খানিকটা কঠিন হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

দুর্গাপুজোর খবর-ছবি-ভিডিয়োর জন্য ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *