আবহাওয়া, 17 October 2023: আরব সাগরে ওঁত পেতে ঘূর্ণাবর্ত, পুজো ২০২৩ কি ভাসবে বৃষ্টিতে? – weather forecast 17th october 2023 there will be clear sky and dry weather mostly all over west bengal


পুজোর মুখে ফের চোখ রাঙানি ঘূর্ণাবর্তের। দেবীপক্ষে আরব সাগরে ফের ঘনীভূত ঘূর্ণাবর্ত। যা শক্তি বাড়িয়ে শীঘ্রই নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। নিম্নচাপের জেরে ফের বৃষ্টিপাতের আশঙ্কা। এই খবরে শঙ্কিত উৎসব মুখর বাঙালি। তবে কি আবারও পুজো ভাসতে চলেছে বৃষ্টিতে? এই প্রশ্নের উত্তরে মৌসম ভবন জানিয়েছে, ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলেও এ রাজ্যে প্রভাব পড়ার সম্ভাবনা নেই।

মহালয়া থেকেই উৎসব মুডে বাঙালি। সারাবছর ধরে বাংলার মানুষ পুজোর এই পাঁচ দিনের জন্য অপেক্ষা করে বসে থাকে। দেখতে দেখতে দেবীপক্ষের তৃতীয় দিন অর্থাৎ তৃতীয়া উপস্থিত। রোদ ঝলমলে আবহাওয়ায় প্রতিমা থেকে প্যান্ডেলের স্লগ ওভারের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়।

দক্ষিণবঙ্গে পুজোয় কেমন থাকবে আবহাওয়া?

তৃতীয়ার রোদ ঝলমলে পরিষ্কার আকাশে আগামীতেও আবহাওয়া ভালো থাকার পূর্বাভাস। আবহাওয়া দফতর জানাচ্ছে, আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তৃতীয়া অর্থাৎ এদিন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তবে ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ কমবে চতুর্থী থেকে। ভোরের দিকে আবহাওয়ার সামান্য শিরশিরানি ভাব থাকবে। ফলে আরামদায়ক হবে আবহাওয়া।

কলকাতার আবহাওয়া

গোটা দক্ষিণবঙ্গের মতো কলকাতাতেও পুজোর কদিন বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। মৌসম দফতরের আপডেট অনুযায়ী পুজোর শুরুতে কলকাতায় আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভব হলেও ধীরে ধীরে পরিবর্তিত হবে আবহাওয়া। সকালের দিকে হাওয়ায় শিরশিরে অনুভূতি। তবে বেলা বাড়লে বাড়বে গরম। আরব সাগরের ঘূর্ণাবর্ত থেকে বৃষ্টিসুরের তাণ্ডবের আশঙ্কা থাকলেও তার প্রভাব এরাজ্যে পড়বে না বলেই জানা গিয়েছে।

কলকাতায় রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৪০ থেকে ৮৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টি হয়নি।

পুজোর আগেই সুখবর শোনাল হাওয়া অফিস?

উত্তরবঙ্গে কেমন থাকবে পুজোর আবহাওয়া?

পুজোর আনন্দে বাংলা মেতে উত্তর থেকে দক্ষিণ। আবহাওয়া দফতর জানাচ্ছে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও তরাই ডুয়ার্স ও সমতলে বৃষ্টির তেমন আর কোনও সম্ভাবনা নেই। দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং ছাড়া তৃতীয়া থেকেই বাকি উত্তরের জেলাগুলিতে শুষ্ক হবে আবহাওয়া। অনুভূত হবে ভোরের হাওয়ায় টান। পুজোর কদিন উত্তরের জেলাগুলিতেও ঝলমলে থাকবে আকাশ। আবহাওয়া দফতরের বর্তমান আপডেট অনুযায়ী শরতের আবহাওয়াতেই কাটবে পুজো।

রাজ্য থেকে দেশ, আবহাওয়ার প্রতিদিনের আপডেট ও অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্ত খবরের জন্য হোয়াটস অ্যাপে ফলো করুন এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *