এখনও অগ্নিকাণ্ড ঘটছে, তবু ভয়কে জয় করেই তিস্তাতীরে ভিড় জমাচ্ছেন সকলে…।huge Kashfool in Malbazar Teesta Riverside people enjoying the beauty after devastating cloudburst


অরূপ বসাক: এখন যা পরিস্থিতি তাতে ‘সামনেই পুজো’ কথাটাও যেন বেমানান লাগে। পুজো চলছে বলাই ভালো। পথঘাট যানজট, পথে-বাজারে-প্যান্ডেলে ভিড়। তবে তার আগে অন্তত মফসসল এলাকায় কিছু মানুষ সম্পূর্ণ অন্য কারণে ভিড় করছেন। সেই ভিড় পৌঁছচ্ছে উত্তরবঙ্গের তিস্তাপারেও। 

কেন? 

আরও পড়ুন: ষষ্ঠী থেকে দশমীতে রাজ্যে বৃষ্টির আশঙ্কা কি রয়েছে? পুজোর মুখে বড় আপডেট আবহাওয়া দফতরের

কাশ ফুলের জন্য! শ্বেত শুভ্র উজ্জ্বল সুন্দর কাশফুলে ঢেকেছে গজলডোবার তিস্তাপার। প্রকৃতির সেই অপার সৌন্দর্য দেখতে, সৌন্দর্যময় তিস্তা নদীর তীর উপভোগ করতে প্রতিদিন সেখানে ভিড় করছেন অসংখ্য স্থানীয় মানুষ। তিস্তাতীরের কাশ ফুল দেখতে এমনকি ভিড় জমাচ্ছেন পর্যটকেরাও!

কিছুদিন আগেই  সিকিমে ঘটে গিয়েছে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। ভয়াবহ সেইসব দৃশ্য ভুলে যাননি কেউই। এখনও আতঙ্ক তাড়া করে ফিরছে সকলকে। কিন্তু সামনেই পুজো। কতদিন আর মানুষ মনমরা হয়ে থাকবেন? দুর্গাপুজোকে দুর্গোৎসবকে সামনে রেখে মানুষ তাই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছেন। 

আর সেই স্বাভাবিকতার প্রথম ধাপই হল তিস্তার তীরে হাজির হওয়া, সকালে-বিকেলে সেখানে আকাশ আলো করে ফোটা কাশফুলের সৌন্দর্য উপভোগ করা। তাই তিস্তা নদীর তীরে কাশফুলের দৃশ্য দেখতে প্রতিদিনই এখানে একটু-একটু করে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ, ছোট থেকে বড় সকলেই। সেই অপার্থিব দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছেন পর্যটকেরাও। 

আরও পড়ুন: Durga Puja 2023: ৪৩৯ বছরের ‘পোড়া মা’! স্বপ্নাদেশে বললেন, ‘মুখের রং কালো করেই আমার পুজো কর’!

তবে তিস্তা নদীতে এখনও প্রায় রোজই মিলছে সেনাবাহিনীর  দরকারি সামগ্রী, অস্ত্র-শস্ত্র। এখনও সেইগুলি মাঝেমধ্যেই ফেটে ভয়াবহ অগ্নিকান্ড হচ্ছে। তবুও সেই সব ভয়কে জয় করেই বা উপেক্ষা করেই তিস্তার তীরে পৌঁছে যাচ্ছেন মানুষ। অনুভব করছেন প্রকৃতিকে, দেখছেন কাশফুলের দৃশ্য।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *