শুধু কলকাতাই নয়, জেলার বনেদি বাড়ির পুজোও দেখাবে পর্যটন দফতর! খরচ কত?


মহালয়া চলে গিয়েছে, দুর্গাপুজোর মূল পর্বের আর দেরি নেই। আর মানুষের আরামে ঠাকুর দেখার জন্য একগুচ্ছ পুজো পরিক্রমারও আয়োজন করেছে রাজ্য পরিবহণ দফতর। পিছিয়ে নেই পর্যটন দফতরও। রাজ্যের পর্যটন দফতরের থেকেও তেমনই প্যাকেজ পুজো পরিক্রমার আয়োজন করা হয়েছে। সেখানে কলকাতার পাশাপাশি জেলার পুজো দেখারও ব্যবস্থা রয়েছে। এই বিষয়ে বিস্তারিতভাবে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে রাজ্য পর্যটন দফতর।

কোন জেলায় পরিক্রমা?
এক্স হ্যান্ডেলে রাজ্য পর্যটন যে পোস্ট করেছে তাতে হুগলি জেলার পুজো পরিক্রমার বিষয়ে উল্লেখ করা হয়েছে। পুজোর সপ্তমী, অষ্টমী নবমীর দিন এয়ার কন্ডিশন বাসে ঘুরিয়ে দেখানো হবে হুগলির বেশকিছু পুজো। সকাল ৭টায় কলকাতার রবীন্দ্রসদন থেকে ছাড়বে বাস। পরিক্রমা শেষ হবে রাত সাড়ে ৮টায়। এই পরিক্রমায় ব্রেকফাস্ট ও লাঞ্চও দেওয়া হবে দর্শনার্থীদের।

কোন কোন পুজো দেখতে পাবেন দর্শনার্থীরা?
বাসে করে শ্রীরামপুর গোস্বামী বাড়ি, বুড়ি দুর্গা, শেওড়াফুলি সুরেন্দ্রনাথ ঘোষের পুজো ও শেওড়াপুলি রাজবাড়ির পুজো ঘুরিয়ে দেখান হবে দর্শনার্থীদের। পাশাপাশি দেখান হবে, হংসেশ্বরী মন্দির, অনন্ত বাসুদেব মন্দির, গুপ্তিপাড়ার দুর্গাবাড়ি পুজো, অন্যান্য মন্দির এবং গুপ্তিপাড়ার সেনবাড়ি।


খরচ কত?

যাতায়াতের পথে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা পুরোপুরি মাথায় রাখছে পর্যটন দফতর। তাই ব্যবস্থা করা হচ্ছে এসি বাসের। দেওয়া হলে প্রাতঃরাশ এবং মধ্যাহ্নভোজনও। আর এই সবকিছুর জন্য দর্শনার্থীদের মাথাপিছু খরচ পড়বে ৩,৪৯৯ টাকা।

সুযোগ রয়েছে কলকাতাতেও
একইভাবে কলকাতার বনেদি বাড়ির পুজোও ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করা হবে রাজ্য পর্যটন দফতরের তরফে। সেক্ষেত্রে পুজোর সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন ঘুরিয়ে দেখানো হবে কলকাতার বনেদি বাড়ির পুজোগুলি। সেখানেও থাকবে এসি বাস। সকাল সাড়ে ৮টায় সেই বাস ছাড়বে রবীন্দ্রসদন থেকে। পরিক্রমা শেষ হবে রাত সাড়ে ১২টায়।

কোন কোন পুজো দেখবেন?
এই প্যাকেজ পরিক্রমায় খেলাত ঘোষ বাড়ি, শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি (অষ্টমী ছাড়া), চন্দ্র বাড়ি, রানি রাসমনির বাড়ি, ঠনঠনিয়া দত্ত বাড়ি ও জোড়াসাঁকো দাঁ বাড়ির পুজো। প্যাকেজে থাকছে ব্রেকফাস্ট এবং শোভাবাজার রাজবাড়িতে দুপুরের ভোগ খাওয়ার ব্যবস্থা। আর এই সবকিছুর জন্য প্যাকেজের খরচ পড়বে ১,৯৯৯ টাকা। এই ধরণের প্যাকেজের ফলে দর্শনার্থীদের সুবিধা হবে বলেই মনে করছে পর্যটন দফতর।

বঙ্গের দুর্গাপুজোর আরও খবরের জন্য ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *