হঠাৎ হাত-পায়ে কাঁপুনি, বিধানসভায় এসে অসুস্থ হয়ে পড়লেন নদিয়ার বিধায়ক – nadia nakashipara mla fell sick at west bengal state assembly


বিধানসভা অধিবেশন চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন নদিয়া জেলার নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খাঁ। এদিন অধিবেশন চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ হাসপাতালে পর্যবেক্ষণে রাখার পর ছেড়ে দেওয়া হয় তাঁকে।

কী জানা যাচ্ছে?

এদিন বিধানসভার বিশেষ অধিবেশন চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দুপুর দেড়টা নাগাদ এই ঘটনায় হইচই পড়ে যায় বিধানসভা চত্বরে। বিধায়কের হাত পা হঠাৎ করে কাঁপতে শুরু করে বলে জানা যায়। এরপরেই তাঁকে সঙ্গে সঙ্গে বিধায়ক তাপস রায়ের ঘরে নিয়ে যাওয়া হয়। তড়িঘড়ি ডাকা হয় বিধানসভার চিকিৎসককে।

এরপর কী জানা যাচ্ছে?

বিধানসভা চিকিৎসক কিছুক্ষণ তাঁকে পরীক্ষা-নিরীক্ষার পর জানান, ওঁকে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত। বিধানসভা থেকে তাঁকে সোজা নিয়ে যাওয়া হয় পিজি হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়। প্রায় দু’ঘণ্টা ধরে তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। এরপর বিকেল পৌনে পাঁচটা নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হয়। চিকিৎসক তাঁকে আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, বিধানসভায় এদিন বিশেষ অধিবেশন চলছিল

এখন কেমন রয়েছেন?

মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানিয়েছেন, উনি একজন এমএলএ হস্টেলে রয়েছেন। এখন অনেকটাই সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী উনি এখন কিছুদিন বিশ্রামে থাকবেন। উল্লেখ্য, বিধায়ককে একাধিক শারীরিক পরীক্ষার নির্দেশ দিয়েছেন পিজি হাসপাতালের চিকিৎসকরা। পরীক্ষার পর রিপোর্ট নিয়ে তাঁকে পুনরায় চিকিৎসকের কাছে যেতে বলার নির্দেশ দেওয়া হয়েছে।

বিধায়কদের বেতন বৃদ্ধির বিরোধিতা করবে বিজেপি
বিধানসভায় অসুস্থ

উল্লেখ্য, কিছুদিন আগেই বিধানসভা অধিবেশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েছিলেন ধূপগুড়ির প্রাক্তন বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। বিধানসভার অধিবেশনে যোগ দিতে এসেছিলেন তিনি। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। গত ২৫ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের জন্য দাঁড়িয়েছিলেন তিনি। তৃণমূলের প্রার্থীকে হারিয়ে তিনি বিধায়ক হন। তাঁর মৃত্যুতে পরিবারের নেমে আসে শোকের ছায়া।

সব খবর আগে জানতে চান? এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল, ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *