২০১০ সালে হারিয়েছেন স্বামীকে। শ্বশুর মশাইয়ের মৃত্যুর পর ক্রমশই কঠিন হয়েছে লড়াই। ন্যায্য সম্পত্তির দাবি পেতে কঠিন আড়াই লড়াই। সম্পত্তি থেকে বঞ্চিত করতে হাতে দেওয়া হয়নি শ্বশুরের ডেথ সার্টিফিকেট । আদালতের শরণাপন্ন হয়ে জিতলেন সেই লড়াই। হাতে পেলেন ডেথ সার্টিফিকেটের প্রতিলিপি।
Source link