Darjeeling Weather : মেঘের আড়ালে না ঝকঝকে হাসি? পুজোয় দার্জিলিং-কালিম্পং থেকে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা? – darjeeling and kalimpong tourist may could see kanchenjunga during durga puja 2023


দুর্গাপুজো দোরগোড়ায়। আর পুজোর ছুটিতে একটা বড় অংশের মানুষ যান বেড়াতে। তাঁদের অনেকেরই ডেস্টিনেশন থাকে পাহাড়। অর্থাৎ রাজ্যের দার্জিলিং, কালিম্পং বা প্রতিবেশি সিকিম। কেউ কেউ আবার আরও কিছুটা দূরে উত্তরাখণ্ড বা হিমাচলপ্রদেশের দিকেও ট্যুর প্ল্যান করেন। তবে যাঁদের ছুটি ও বাজেট কম, তাঁদের বেশিরভাগই বেছে নেন দার্জিলিং ও সংলগ্ন এলাকাকে। আর দার্জিলিং মানেই যদি হয় ম্যাল রোড, তাহলে অবশ্য দার্জিলিং মানে কাঞ্চনজঙ্ঘাও। তাই দার্জিলিঙে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাওয়াটা, যে কোনও পর্যটকের কাছেই খুব মন খারাপের। যেহেতু রাজ্যে কিছুদিন আগেও হয়ে গিয়েছে দফায় দফায় বৃষ্টি, জলমগ্ন হয়েছে উত্তরবঙ্গে বিস্তীর্ণ এলাকা, তাই পুজোয় উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে খটকা রয়েই গিয়েছে পর্যটদের মনে।

কেমন থাকবে আকাশ?
এই প্রসঙ্গে আইএমডি কলকাতার ওয়েবসাইট অবশ্য ইতিমধ্যেই আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরেছে। সেখান পুজোয় দার্জিলিঙের আকাশ কেমন থাকবে, তার একটা আভাস পাওয়া যাচ্ছে। ওয়েবসাইট বলছে, আগামী ১৯ তারিখ সকাল পর্যন্ত দার্জিলিঙে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু তারপর থেকে ২১ তারিখ সকাল পর্যন্ত মোটামুটি শুষ্ক আবহাওয়াই থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে। আবার তারপর থেকে ২৩ তারিখ সকালের মধ্যে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে। অন্যদিকে কালিম্পংয়ের ক্ষেত্রেও একইরমক আবহাওয়ার পূর্বাভাস দিচ্ছে আইএমডি কলকাতার ওয়বেসাইট।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
পুজো কবে?
এই বছর আগামী ২০ অক্টোবর শুক্রবার ষষ্ঠী, ২১ অক্টোবর সপ্তমী, ২২ অক্টোবর অষ্টমী, ২৩ অক্টোবর নবমী ও ২৪ অক্টোবর দশমী। সেক্ষেত্রে পূর্বাভাস বলছে ১৯ তরিখ অর্থাৎ পঞ্চমীর দিনই বৃষ্টি থেমে যেতে পারে দার্জিলিং ও কালিম্পঙে। তারপর থেকে মূলত শুষ্কই থাকতে পারে আবহাওয়া। আবার সেই আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা থাকছে ২৩ অক্টোবর। সেক্ষেত্রে এই পূর্বাভাস বাস্তবে দেখা গেলে, পুজোর অনেকটা সময়ই শুষ্ক আবহাওয়া ও মেঘমুক্ত আকাশ থাকার কথা দার্জিলিং-কালিম্পঙে।

Dooars Tour : পুজোয় জলদাপাড়া ট্যুরিস্ট লজে বিশেষ মেনুতে পর্যটকদের আপ্যায়ন, না জানলে মিস করবেন
দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা?

আর এই দুই হিল স্টেশনে আকাশ মেঘমুক্ত থাকা মানেই কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা উপভোগ করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় পর্যটকদের জন্য। সেই দিক থেকে দেখতে গেলে এটা পুজোয় দার্জিলিং ও কালিম্পঙের পর্যটকদের জন্যও সুখবর। তাই যাঁরা পুজোয় দার্জিলিং ও কালিম্পং যাওয়ার প্ল্যান করছেন, তাঁরা কিছুটা নিশ্চিন্ত হয়েই যাত্রা শুরু করতে পারবেন বলে মনে করা হচ্ছে।

পুজোর ভ্রমণ সংক্রান্ত আরও খবরের জন্য ফলো করুন এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেল। রইল জয়েনের লিঙ্ক



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *