উদ্দেশ্য লাইনবিহীন আউটডোর
এই সিস্টেমের প্রধান উদ্দেশ্যই হল লাইনবিহীন আউটডোর। তাই নতুন বছরে রাজ্যের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অনলাইনে আউটডোর টিকিট কাটার সুবিধা এবং কিউআর কোড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সমস্ত সরকারি হাসপাতালে চালু হবে এই পরিষেবা। সূত্রের খবর, গত শুক্রবার এক বৈঠকে স্বাস্থ্যকর্তাদের দ্রুত এই পরিষেবা চালুর নির্দেশ দিয়েছেন দফতরের প্রধান সচিব।
সব সরকারি হাসপাতালেই এই ব্যবস্থা
এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, স্বাস্থ্যদফতরের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে টিকিট কেটে ডাক্তার দেখানোর ব্যবস্থা ইতিমধ্যে চালু রয়েছে সমস্ত মেডিক্যাল কলেজ ও জেলা হাসপাতালে। বাকি জায়গাগুলিতে আগামী বছর থেকে এই পরিষেবা চালু হয়ে যাবে। ইতিমধ্যে QR Code সিস্টেমে টিকিট চালু হয়েছে এসএসকেএম, বাঙুরের মতো হাতে গোনা কয়েকটি বড় হাসপাতালে। নতুন বছরে এই পরিষেবা সর্বত্র চালুর পরিকল্পনা করা হয়েছে।
লাইনে দাঁড়িয়ে হয়রানির অভিযোগ
স্বাস্থ্যভবন সূত্রে খবর, বর্তমানে মেডিক্যাল কলেজগুলিতে দিনে গড়ে আট হাজার মানুষ আসেন আউটডোরে। ফলে সব মিলিয়ে কয়েক লাখ মানুষ রোজ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটেন। তারপর চিকিৎসককে দেখানোর সুযোগ পান। অনেককেই নিজের কর্মক্ষেত্রে ছুটি নিয়ে বা কাজের ফাঁকে হাসপাতালে ডাক্তার দেখাতে যান। এতে একদিকে যেমন সময় ও শ্রমদিবস নষ্ট নয়, অন্যদিকে তেমনই ভোগান্তি, রোদ-জলে হয়রানি, ভিড়ের মধ্যে অশান্তি-সহ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় রোগীদের।
আউটডোরেও থাকবে টিকিট কাটার সুযোগ
এদিকে বর্তমানে বেশিরভাগ মানুষই স্মার্ট ফোন ব্যবহারে স্বচ্ছন্দ। ফলে অনলাইনে বা কিউআর কোডের সাহায্যে টিকিট কাটার সুবিধা মিললে বহু মানুষ উপকৃত হবেন মনে করছেন স্বাস্থ্যকর্তারা। তবে অনলাইন টিকিট কাটার ব্যবস্থা চালু হলেও, যাঁরা তা পারবেন না, তাঁদের জন্য আউটডোরেও থাকবে টিকিট কাটার ব্যবস্থা। ফলে তাঁদের অসুবিধায় পড়তে হবে না বলেই মনে করা হচ্ছে ।
রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের অন্যান্য আরও খবরের জন্য ফলো করুন এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেল।