Kolkata Traffic : ফের ট্র্যাফিকে জোর মমতার, চিন্তা শ্রীভূমিই – cm mamata banerjee cautions against impact on kolkata traffic due to sreebhumi durga puja


এই সময়: শ্রীভূমির পুজোর জেরে শহরে যান চলাচলে যাতে কোনও প্রভাব না পড়ে, সে জন্য দু’দফায় আগেই উদ্যোক্তাদের সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরামর্শ দিয়েছিলেন, এ দিকে নজর দিয়ে পুলিশের সঙ্গে সমন্বয় রেখে চলুন উদ্যোক্তারা। রবিবারও ভার্চুয়ালি কিছু পুজোর উদ্বোধন করে উদ্যোক্তাদের এ কথা স্মরণ করিয়েছেন মমতা। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উলটো চিত্র।

উদ্বোধনের সঙ্গে সঙ্গে শ্রীভূমির পুজোর দর্শকদের কারণে শনিবারই গাড়ির গতি কমে গিয়েছিল ভিআইপি রোড-সহ ইএম বাইপাসে। আশঙ্কা ছিল, রবিবার ছুটির দিন পরিস্থিতি আরও খারাপ হবে। সেটাই সত্যি হলো এ দিন সন্ধেয়। বিমানবন্দরমুখী গাড়িগুলিকে ভিআইপি রোডের বদলে চিংড়িঘাটা থেকে নিউ টাউন হয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে সন্ধে সাতটা নাগাদ ফেসবুকে পোস্ট করে কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ।

ওই সময় থেকেই কলকাতা পুলিশের কন্ট্রোল রুমে একাধিক ফোন আসতে শুরু করে। প্রশ্ন একটাই — ভিআইপি রোডের পরিস্থিতি কেমন? কারণ, সামাজিক মাধ্যম বা পরিচিতদের থেকে অনেকেই ততক্ষণে জেনে গিয়েছেন, ভিআইপি রোডে বিমানবন্দরগামী রাস্তা যানজটে কার্যত স্তব্ধ। সূত্রের খবর, ভিআইপি রোডে যান চলাচলের গতি স্বাভাবিক করতে কলকাতা পুলিশের তরফে সন্ধে সাড়ে সাতটা থেকে লাগাতার ফোন করা হয় বিধাননগর কমিশনারেটে।

নিত্যযাত্রীদের অভিযোগ, কলকাতা থেকে বিমানবন্দরগামী রাস্তায় পুজোর সময়ে সবচেয়ে বেশি হেনস্থার মুখে পড়তে হয় ভিআইপি রোডেই। বাগুইআটি, তেঘরিয়া এবং কৈখালির বাসিন্দারা রাস্তা বদলে যশোহর রোড হয়ে দমদমের ভিতর দিকের রাস্তা দিয়ে যাতায়াত শুরু করেছেন। ফলে ওই রাস্তাতেও বাড়ছে গাড়ির চাপ।

Sreebhumi Pandal 2023 : শ্রীভূমির পুজো দেখতে মানুষের ঢল, বাইপাস থেকেই শুরু তীব্র যানজট!
এই পরিস্থিতিতে এ দিন মহানগরে পুজোর ভিড় নিয়ন্ত্রণে ফের কলকাতা পুলিশ ও প্রশাসনকে সজাগ থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহত্তর কলকাতায় একাধিক পুজোর মণ্ডপে দর্শনার্থীদের ভিড় দেখে রবিবার ভার্চুয়ালি পুজো-উদ্বোধনের অনুষ্ঠানে মমতা বলেন, ‘মানুষ পুজো দেখতে রাস্তায় নেমে পড়েছে। এখন থেকেই ট্র্যাফিক ম্যানেজমেন্ট করতে হবে। পুলিশের সঙ্গে সবাইকে সহযোগিতা করতে হবে।’

কলকাতার দুর্গাপুজো ‘ইউনেস্কো’-র হেরিটেজে শিরোপা পাওয়ায় এ বছর অনেক বিদেশি পর্যটকও শহরে আসছেন। আসছে ‘ইউনেস্কো’র একটি টিম। মমতার পরামর্শ, ‘বিদেশ থেকে যাঁরা আসবেন, তাঁদের যাতায়াতের জন্য গ্রিন চ্যানেল করে দিতে হবে। মণ্ডপে গেলে তাঁদের হাতে ফুল দেবেন।’

পাশাপাশি বলেন, ‘ইউনেস্কো-র প্রতিনিধিরা কখন কোন মণ্ডপে যাবেন, তা হয়তো আগাম জানতে পারবেন না। তাই স্বেচ্ছাসেবকদের তৈরি রাখবেন। মণ্ডপের কাছে বাচ্চাদের জন্য একটি ক্যাম্প তৈরি করতে পারেন। বিদেশিরা বাচ্চাদের পছন্দ করেন।’ বিধাননগর কমিশনারেটের ট্র্যাফিক বিভাগের কর্তাদের অবশ্য দাবি, এ দিন সন্ধ্যায় যানজট থাকলেও গাড়ি একেবারেই এগোচ্ছিল না, তা নয়। গতি কমে গিয়েছিল। যদিও রাতের দিকে তা অনেকটাই বেড়েছে।

Sreebhumi Durga Puja Pandal : শ্রীভূমির ডিজনিল্যান্ডে শনির পর রবিতেও ভিড়, থিম পার্কের ফার্স্ট লুকের ভিডিয়ো দেখুন
কিন্তু কেন এই পরিস্থিতি? স্থানীয়দের একাংশের বক্তব্য, রবিবার লেক টাউনের ক্লক টাওয়ারের কাছে পুজোর দর্শকদের কারণেই যানজট হয়। তা ছাড়া, ভিআইপি রোডের উপর দিয়েই পথচারীদের অনেকে মণ্ডপে যাওয়ার চেষ্টা করার ফলেও সমস্যা হয়েছে। শ্রীভূমি-র অন্যতম কর্তা তথা দমকল মন্ত্রী সুজিত বসুর অবশ্য দাবি, ‘পুজোর দিনে অনেকেই শহরে থাকেন না। তাঁদের অনেকে এ দিন প্যান্ডেল দেখতে এসেছিলেন। যানজট এড়াতে প্রচুর নিরাপত্তারক্ষী রাখা হয়েছে। পুলিশের সঙ্গেও সমন্বয় রেখে কাজ করছি আমরা।’ বিধাননগর কমিশনারেটও দাবি করেছে, যান চলাচল স্বাভাবিক রাখতে যা করার সবই করা হচ্ছে বলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *