Minister Mla Salary Hike Governor Cv Ananda Bose Does Not Sign On Finance Bill Sent By


মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির বিল নিয়ে তৈরি হল । মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির জন্য পুজোর মধ্যে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেও তা পাশ করাতে পারল না সরকার। বাদল অধিবেশনে রাজ্যের বিধায়ক, পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী, বিধানসভার স্পিকার ও ডেপুটি স্পিকারের বেতন বৃদ্ধির প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিল পাশের জন্য এদিন তড়িঘড়ি সংশোধনী আনা হলেও তা পাশ করতে পারল না সরকার। রাজ্যপাল সিভি আনন্দ বোস এখনও সেই বিলে সই করেননি।

কোথায় তৈরি হল জটিলতা?

নিয়ম অনুয়ায়ী অন্য কোনও ধরনের বিলের ক্ষেত্রে প্রয়োজন না হলেও ফিন্যান্স বিল পেশের ক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন হয়। সরকারের তরফে মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির প্রস্তাবিত বিল রাজভবনে পাঠানো হয়। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতও করে মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু সোমবার এই বিল সই করে এখনও বিধানসভায় পাঠাননি রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজ্যপাল সই না করায় কী সিদ্ধান্ত সরকারের?

নির্ধারিত সময় রাজভবন থেকে রাজ্যপালের সই করা বিলের প্রতিলিপি বিধানসভায় এসে না পৌঁছনোয় বৈঠকে বসে বিএ কমিটি। বৈঠক শেষে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধির এই সংশোধনী বিল বিধানসভায় পেশ করা হলেও সেই নিয়ে কোনও আলোচনা বা ভোটাভুটি হবে না। ফের একবার মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

বিধায়কদের বেতন বৃদ্ধির বিরোধিতা করবে বিজেপি
বিলের প্রতিলিপি ছিঁড়ে বিরোধিতা বিজেপি

বিধানসভার সচিবালয় থেকে জানানো হয়, একদিনের এই অধিবেশনে মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধি করতে ‘দ্য ওয়েস্ট বেঙ্গল স্যালারিজ় অ্যান্ড অ্যালায়েন্স অ্যাক্ট ১৯৫২’ এবং বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি (মেম্বার অ্যামিউজ়মেন্টস) অ্যাক্ট ১৯৩৭’ সংশোধন করা হবে। প্রথমে বিশেষ অধিবেশনে উপস্থিত থাকবে না বলে জানালেও মত বদল করে বিজেপি। এদিন বিধানসভায় বিল পেশের পর ওয়ারকাউট করে বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার করিডোরে বিলের প্রতিলিপি ছিঁড়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।

বেতন বৃদ্ধির কথা জানান মুখ্যমন্ত্রী

বিধানসভার অধিবেশনে বিধায়ক, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে বিধানসভার স্পিকার, ডেপুটি স্পিকারদের বেতন বৃদ্ধির কথাও জানান মমতা। মুখ্যমন্ত্রী জানান, অন্যান্য রাজ্যে বিধায়কদের বেতন বাংলার তুলনায় অনেকটাই বেশি। সেই কারণে কথা জানান মমতা।

বাছাই করা খবর এই সময় ডিজিটালের চ্যানেলে। জয়েন করতে ক্লিক করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *