যেন চোখের পলকেই ২৫ বছর পেরিয়ে এল করণ জোহরের প্রথম ছবি Kuch Kuch Hota Hai। এই ছবিই তো ৯০-এর দশকের প্রথম প্রেমে পড়তে শেখা জেনারেশনকে শিখিয়েছিলে পেয়ার দোস্তি হ্যায়। যে আমাদের ভালো বন্ধু হতে পারবে না, তাকে ভালোবাসাই যাবে না। করণের মতোই এই ছবি রানি মুখোপাধ্যায়েরও কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল। অন্যদিকে শাহরুখ-কাজল? এই জুটির দিলওয়ালে ফিভারে তখনও জনতা আক্রান্ত। সেই ম্য়াজিককেই ফুল অন কাজে লাগালেন করণ জোহর। আর সেই সঙ্গে বোনাস হিসেবে ছবির দ্বিতীয় হাফে এনট্রি নিলেন ভাইজান সলমান খান। বক্স অফিসে সুনামির ঢেউ তুলেছিল কুছ কুছ হোতা হ্যায়। প্রথম ছবিই করণ জোহরকে দিয়েছিল ব্লকবাস্টার পরিচালকের তকমা। এই ছবিই আবার ফ্রেন্ডশিপ ডে পালন করতে শিখিয়েছিল। আর শাহরুখের সেই গালে টোল ফেলা হাসি দেখলে বার বার বলতে ইচ্ছে করত… বুকের ভিতর যেন ছলাত্ ছলাত্ করত। তুম পাস আয়ে… ইঁয়ু মুসকুরায়ে…। ২৫ বছরের পূর্তি উপলক্ষ্যে ছবির বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছিল। সেখানেই পৌঁছে গিয়েছিলেন ট্রায়ো… করণ-রানি-শাহরুখ। কী বললেন SRK? জানতে ঝটপট দেখে নিন এই ভিডিয়োটি।