নকশালবাড়ির আগুনে ছারখার দোকান
দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। রবিবার রাত ৯টা আগুন লাগে বাজারে। পুজোর কেনাকাটা সারতে অনেকেই বাজারে ভিড় করছিলেন। এরমধ্যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোটা এলাকায় রীতিমতো শোরগোল পড়ে যায়। প্রথমে একটি দোকানে আগুন লাগে। এরপর ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। নিমেষে আগুন ভয়াবহ রূপ ধারণ করে। খবর পেয়ে দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে।
যদিও আগুন লাগার কারণ জানা যায়নি। জানা গিয়েছে পুড়ে যাওয়া দোকানগুলির মধ্যে মুদিখানা, গিফট, জামাকাপড় সহ আরও অন্যান্য দোকান রয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ দমকল পৌঁছাতে দেরী করে। এর জেরে আগুন ছড়িয়ে পড়ে বাজারে। আগুনে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের এই নিয়ে ক্ষোভ রয়েছে। তাঁদের অভিযোগ একে দমকল দেরি করে ঘটনাস্থলে এসেছে। দমকল ইঞ্জিনে জল শেষ হয়ে যাওয়ায় আগুন নেভাতে দেরি হয়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। তাঁরা আরও জানিয়েছেন, বারবার বলা সত্ত্বেও অতিরিক্ত দমকলের ইঞ্জিন নিয়ে আসা হয়নি।
পুজোর আগে ব্যবসায়ীদের মাথায় হাত
এদিকে পুজোর আগে এমন ঘটনায় মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। কীভাবে কী করবেন বুঝে উঠতে পারছেন না। রবিবার রাতে আগুন লাগলেও নিয়ন্ত্রণে আনতে ভোররাত হয়ে যায়। সোমবার সকালেও এলাকায় কাজ করছে দমকলবাহিনী।
কী বলছে প্রশাসন?
শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ ঘটনায় খোঁজ নিয়েছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। রাতেই এলাকায় যান তৃণমূলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। ব্যবসায়ী ও তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। তবে এমন ধরনের ভয়াবহ আগুনের ঘটনা এর আগে বাজারে ঘটেনি বলেই জানান ব্যবসায়ীরা। গতকাল রাত থেকেই ব্যবসায়ীরা এলাকায় রয়েছেন। পুজোর আগে এমন ঘটনায় হতাশ বাসিন্দারাও।
জয়েন করুন এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেল। এখানে ক্লিক করুন