জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপের একপেশে ‘মাদার অফ অল ব্য়াটল’-এর (IND vs PAK | World Cup 2023) সাক্ষী থেকেছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম ((Narendra Modi Stadium, Ahmedabad)। গত শনিবার লক্ষাধিক দর্শকের সামনে হেসেখেলে রোহিত শর্মা অ্যান্ড কোং (Rohit Sharma) চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে উড়িয়ে দিল। পার্কে ঘুরতে আসার মেজাজে শনিবার খেলেছে টিম ইন্ডিয়া। রোহিত টস জিতে ব্য়াট করতে পাঠিয়েছিলেন বাবর আজমদের (Babar Azam)। ভারতীয়দের পেস-স্পিনের লাগাতার আক্রমণে মোতেরায় মুখ থুবড়ে পড়ে পাক ব্য়াটিং লাইন-আপ। ৪২.৫ ওভারে মাত্র ১৯১ রানে শেষ হয়ে যায় বাবরদের গল্প। সেই রান তাড়া করে ভারত ম্য়াচ জেতে সাত উইকেটে, হাতে ১১৭ বল রেখে।
পাকিস্তানের বোলিং লাইন আপকে বিশ্বের অন্যতম সেরা পেস আক্রমণ হিসেবে ধরা হয়। আর সেই দলের পুরোধা হিসেবে দেখা হয় তরুণ পেসার শাহিন শাহ আফ্রিদিকে। তবে রোহিতের চওড়া ব্য়াট রেয়াত করেনি শাহিনকে। কাউকেই যদিও ছেড়ে কথা বলেননি ভারত অধিনায়ক। পাকিস্তানের সব বোলারকেই তিনি ক্লাব স্তরে নামিয়ে এনেছিলেন। শাহিন ছয় ওভার বল করে পাকিস্তানের বিরুদ্ধে দুই উইকেট নিয়েছিলেন। খরচ করেন ৩৬ রান। তবে ওই ম্য়াচেই শাহিনকে ভয়ংকর ট্রোল করেছেন ভারতের প্রাক্তন কোচ ও তিরাশির কাপ জয়ী রবি শাস্ত্রী। ধারাভাষ্য দিতে গিয়ে সম্প্রচারকারী চ্যানেলে শাস্ত্রী মাইক্রোফোন হাতে লাইভে বলেন, ‘শাহিন ভালো বোলার। ও নতুন বলে উইকেট নিতে পারে। তবে এটা স্বীকার করতে হবে যে, নাসিম শাহ খেলছে না। আর এই তো পাকিস্তানের স্পিন বোলিংয়ের কোয়ালিটি। শাহিন শাহ আফ্রিদি কোনও ওয়াসিম আক্রম নয়! মানছি শাহিন ভালো বোলার। কিন্তু এত বাড়িয়ে বলার কোনও দরকার নেই। যে ঠিকঠাক, তাকে সেটাই বলা উচিত। বাড়িয়ে বলার দরকার নেই যে, খুবই জবরদস্ত বোলার ও। এটা মানতে হবে।’ শাস্ত্রীর এই ভিডিয়োর অংশ ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়ো জুড়ে দেওয়া হল প্রতিবেদনের সঙ্গেই।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)