Alia Bhatt Receives Best Actress National Award,আলিয়া-কৃতী-আল্লুর হাতে উঠল জাতীয় পুরস্কার – national awards 2023 alia bhatt kriti sanon allu arjun receives awards watch video


আজ রাজধানীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার পেলেন তিন অভিনেতা। সঞ্জয় লীলা বনশালী পরিচালিত গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি আলিয়াকে দিল সেরার সেরা স্বীকৃতি। শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার তিনি গ্রহণ করলেন রাষ্ট্রপতি মুর্মুর থেকে। একই মঞ্চে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেলেন এই জেনারেশনের আরও এক ট্যালেন্টেড অভিনেত্রী। কৃতী স্যানন এই পুরস্কার পেলেন তাঁর মিমি ছবির জন্যে (National Award 2023)। গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি হোক বা মিমি—দুটি ছবিই দুই সাহসী নারীর গল্প বলে। দুটি চরিত্রকে রক্ত মাংসের বিশ্বাসযোগ্য মানুষ গড়ে তুলেছিলেন আলিয়া ও কৃতী। অন্যদিকে সারা দেশে তোলপাড় ফেলে দেওয়া পুষ্পা দ্য রাইজের জন্যে। শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত হয়েছিল এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। দেখুন সেই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *