কেমন পুজো এবার?
এবার ৫৮তম বর্ষে পদার্পণ করল আপার চেলিডাঙা অ্যাথেলেটিক ক্লাবের দুর্গাপুজো। এবছর তাদের থিম ‘বড় দুর্গা’। কলকাতার দেশপ্রিয় পার্কে যেরকম বড়দুর্গা হইচই ফেলেছিল রাজ্য জুড়ে। সেরকম ভাবে পশ্চিম বর্ধমান জেলায় আসানসোলের চেলিডাঙা শিবমন্দির রোডে বড় দুর্গা এবার পুজোর আগেই প্রচারে। ইতিমধ্যেই চেলিডাঙা অ্যাথেলেটিক ক্লাবের দুর্গাপুজোর থিম সং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। থিম সং তৈরি করেছেন আসানসোলের বিশিষ্ট শিল্পী তারক চট্টোপাধ্যায়। সেই থিম সংয়েই লেখা হয়েছে গগনচুম্বী এই দুর্গাপ্রতিমার বর্ননা।
উদ্যোক্তারা কী জানাচ্ছেন?
উদ্যোক্তাদের তরফে উৎপল রায় চৌধুরী জানান, এবছরের পুজো ঘিরে আসানসোলের মানুষদের মধ্যে চরম উৎসাহ। দুর্গা প্রতিমা সম্পূর্ণ ভাবে তৈরি হওয়ার আগেই উৎসাহী মানুষজন ভিড় জমাচ্ছেন এলাকায়। তৃতীয়াতেই এই পুজোর উদ্বোধন। উদ্বোধন করবেন আসানসোল রামকৃষ্ণ মিশনের মহারাজ৷ থাকবেন শহরের বিশিষ্ট জনেরা।
ভিড় বাড়লে যানজট?
তবে এই পুজোয় বেশি ভিড় হলে আয়োজক ও পুলিশের নাভিশ্বাস উঠবে। এমনিতে শিবমন্দির রোড সংকীর্ন। গরাই রোড, শিবমন্দির রোড সংযোগ এমনিতেই যানজট হয়ে থাকে। পুজো দেখতে আসা দর্শনার্থীদের ভিড় যত বাড়বে ততই যানজটের আশঙ্কা থাকবে। সুষ্ঠুভাবে পুজো পরিচালনা টাই এখন চ্যালেঞ্জ পুজো উদোক্তা ও পুলিশের।
সব থেকে বড় দুর্গা
২০১৫ সালে সারা কলকাতা জুড়ে একটি বিজ্ঞাপন ছেয়ে গিয়েছিল। এত বড় সত্যি! বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয় কলকাতার বাসিন্দাদের মধ্যে। প্রথমদিকে, অনেকেই ঠাওর করতে পারেননি, বিষয়টি ঠিক কী? পরে জানা যায়, কলকাতায় দেশপ্রিয় পার্কের পুজোর বিজ্ঞাপন ছিল সেটি। ৮৮ ফুটের সেই দুর্গা দেখতে ভিড় উপচে পড়ে সেই বছর। এমনকি, পুজোর মাঠে ভিড়ে চাপে পড়ে গিয়ে আহত হন ১০ জন বলেও খবর পাওয়া যায়। দুর্গা দর্শন বন্ধ করে দেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফে।যদিও সেই বড় দুর্গার মূর্তি সংরক্ষণের কথা উঠেছিল। পরে সেটির কোনও হদিশ পাওয়া যায়নি।
পুজোর সব খবরের আপডেট জানুন, দুর্গাপুজোর সমস্ত খবর-ছবি-ভিডিয়োর জন্য ক্লিক করুন এখানে