কী জানা যাচ্ছে?
মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ দমদমের নেতাজি সংঘ ক্লাবের সদস্যরা জানতে পারেন, তাঁদের মণ্ডপে আগুন লেগেছে। এরপর দমকলকে জানানো হয়। দমকলের এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। পুড়ে যায় প্যান্ডেলের কাপড় ও প্যান্ডেলের কাঠামো সহ বেশ কিছু অংশ।
উদ্যোক্তারা কী জানাচ্ছেন?
পুজো উদ্যোক্তাদের দাবি, পুজো মণ্ডপে কোনও বিদ্যুৎ সংযোগ ছিল না। বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকলেও কী ভাবে আগুন লাগল তা নিয়ে সংশয়ে রয়েছেন উদ্যোক্তারা। উদ্যোক্তাদের মধ্যে একজন বলেন, ‘কী থেকে আগুন লাগলো এখনও জানা সম্ভব হয়নি। বিদ্যুৎ সংযোগ থাকলে শট সার্কিট থেকে বা অন্য কোনওভাবে আগুন লেগেছে বলে মনে করা যেত। কিন্তু সেরকম কিছু ঘটেনি। দমদম থানার পুলিশকেও বিষয়টি জানানো হয়েছে।
আতঙ্কিত স্থানীয়রা
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখছে। তাঁরা বিষয়টি তদন্ত করে দেখছে। প্যান্ডেলে সারাইয়ের জন্য নতুন করে কাজ শুরু হবে বলে জানান উদ্যোক্তারা। স্থানীয় আরেক বাসিন্দা জানান, আজকে ভোর পাঁচটার সময় এসে আমাদের কয়েকজন বলল প্যান্ডেলে আগুন লেগেছে। কী ভাবে লাগল আমরা বুঝতে পারছি না।
আজ সবে তৃতীয়া। পুজোর প্রস্তুতি চলছিল জোর কদমে। প্যান্ডেলে শেষ মুহূর্তের কাজ প্রায় শেষের পর্যায়ে ছিল। স্থানীয় বাসিন্দারাও পুজোয় মেতে উঠতে প্রস্তুত। এর মধ্যে পুজো প্যান্ডেলে এরকম ঘটনা ঘটায় চিন্তিত সকলে।
গোটা কলকাতা পুজোর আয়োজনে শেষ পর্যায়ে পৌঁছেছে। চারিদিকে সাজ সাজ রব। একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে গিয়েছে। সন্ধ্যা নামলেই মানুষের ঢল নামতে শুরু করেছে বিভিন্ন মণ্ডপে। যে মণ্ডপগুলি সাধারণ দর্শনার্থীদের জন্য চালু করে দেওয়া হয়েছে, সেখানেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। তার মধ্যেই অঘটন ঘটে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন দমদম নেতাজি সংঘ এলাকার বাসিন্দারা। নতুন করে পুজো প্যান্ডেলের কাজ শুরু করে নতুন উদ্যমে পুজোর আয়োজন শুরু করা হবে বলেই জানিয়েছেন ক্লাবের পুজো উদ্যোক্তারা।
মোবাইলে পাবেন নতুন খবরের আপডেট সব সময়। এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল, ক্লিক করুন এখানে