Justice Abhijit Ganguly : ‘পুজোর সময় আমিও চাই না…’, নির্দেশ দিয়ে ‘মত পরিবর্তন’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের – justice abhijit ganguly of calcutta high court reverts his order to demolish salt lake sector v building


সোমবার নির্দেশ দিয়েছিলেন। মঙ্গলবারই মত পরিবর্তন করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাইকোর্টে মঙ্গলবার একটি মামলার শুনানি ছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতেই এই নির্দেশ দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে ওই বহুতলের প্রোমোটারদেরও টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিচারপতি জানিয়েছেন প্রোমোটারা টাকা ফিরিয়ে না দিলে আগামী দিনে ব্যবস্থা নেবে হাইকোর্ট।

সোমবার সল্টলেক সেক্টর ফাইভ এলাকার বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ওই অবৈধ নির্মাণের জল ও বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ কলকাতা হাইকোর্ট। কিন্তু মঙ্গলবারই সল্টলেকের ওই বেআইনি নির্মাণ নিয়ে তাঁর দেওয়া পূর্ববর্তী নির্দেশ স্থগিত করলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

এদিন আদালতের কোর্টরুমে এই মামলার শুনানি চলাকালীন বিচারপতি বলেন, ‘এখনই ওই অবৈধ নির্মাণ ভাঙা হবে না। নির্মাণটির বৈদ্যুতিক সংযোগ ও জল সরবরাহ বন্ধ করা হবে না। ১৯ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ওই নির্মাণ। যাঁরা যত টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছেন সেই টাকা প্রোমোটারদের ফিরিয়ে দিতে হবে। টাকা ফেরত না দিলে আদালত উপযুক্ত ব্যবস্থা নেবে। পুলিশের সংখ্যা কম। তাই পুজোর পর এই নির্দেশ কার্যকর করতে হবে।’

বিচারপতি গঙ্গোপাধ্যায় আরও বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে এই কাজ করতে হবে। পুর ঘটনার ভিডিওগ্রাফি করতে হবে।’ এই মামলায় ED-কে যুক্ত করার নির্দেশ দিয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায়। পরবর্তীকালে ইডিকে এই মামলার তদন্তভার দিতে পারে বিচারপতি। ১৯ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। এই সেক্টর ফাইভের ওই বাড়িতে বসবাসকারী ১৬টি পরিবারের হয়ে আদালতে উপস্থিত ছিলেন বিধাননগর পুরসভার কাউন্সিলর চামেলি নস্কর। বিচারপতির সামনে তিনি কান্নায় ভেঙে পড়েন। অনুরোধ করেন বসবাসকারী পরিবারদের জন্য কোনও ব্যবস্থা করতে।

মঙ্গলবার এই মামলার শুনানিতে ওই বহুতলের বাসিন্দাদের উদ্দেশে বিচারপতি বলেন, ‘প্রোমোটার ঠকাতে পারেন, কিন্তু আদালত ঠকাতে পারে না। মানবিকতা বলে তো একটা জিনিস রয়েছে। এখনই আপনাদের বাড়ি ভাঙছি না। আপনারা ঠকেছেন এটা দেখার পর আমি মত পরিবর্তন করছি। দুর্গাপুজো এসে গিয়েছে। কারও মাথার উপর ছাদ কেড়ে নেবে না আদালত। কিন্তু পুজোর পর আপনাদের চলে যেতেই হবে।’

Justice Abhijit Ganguly News : ভেঙে ফেলতে হবে অবৈধ বহুতল! জল-বিদ্যুৎ সংযোগ বন্ধের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আরও মন্তব্য, ‘গতকাল যে এই নির্মাণ ভাঙা হয়নি, আমার মনে হয় সেটাই ঠিকই হয়েছে। তাঁদের এভাবে উচ্ছেদ করা ঠিক হত না। এরা পুরো ঠকে গেছে। কিন্তু প্রোমোটারকে পুরো টাকা ফেরৎ দিতে হবে। কথা থেকে দেবেন সেটা আমি জানি না। আপনি এখানে নিম্ন মধ্যবিত্ত লোকেদের ঠকিয়েছে। না পারলে অন্য ব্যাবস্থা হবে। ‘

উল্লেখ, সোমবার দুপুর ১টার মধ্যে সল্টলেকের এই বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বিধাননগর পুরসভাকে এই নির্দেশ দেন বিচারপতি। পুলিশকেও সেই কাজে সহায়তা করা নির্দেশ দিয়েছিলেন তিনি।

এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিন। এখানে ক্লিক করুন...



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *