Lok Sabha Elections 2023,৪ লাখ মার্জিনে রেকর্ড জয় লক্ষ অভিষেকের – abhishek banerjee set a target of winning more than 4 lakh votes in diamond harbor in lok sabha elections


এই সময়, কলকাতা ও ডায়মন্ডহারবার: আগামী লোকসভা নির্বাচনে ডায়মন্ডহারবার কেন্দ্রে ৪ লাখের বেশি ভোটে জয়ের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৯-এর লোকসভা ভোটে ডায়মন্ডহারবারে ৩ লাখ ২১ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন অভিষেক। এবার সেই ব্যবধান আরও বাড়াতে চাইছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সরিষা ও মশাটে সোমবার বস্ত্র বিতরণের দু’টি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিষেক।

সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত ডায়মন্ডহারবারের একাধিক বিধানসভা এলাকায় এমনই জনসংযোগের নির্ঘণ্ট তৈরি করেছেন অভিষেক। এ দিন মশাটের সভায় তিনি বলেন, ‘এবার লোকসভা ভোটে ৪ লাখের বেশি ব্যবধান করতে হবে। ভারতের মধ্যে রেকর্ড করতে হবে। ২০২১-এ তিন দফায় নির্বাচন করেও এরা (বিরোধীরা) দাঁত ফোটাতে পারেনি। প্রত্যেকটি বিধানসভায় হেরেছিল।’

২০১৪ সালে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে প্রথমবার প্রার্থী হয়ে প্রায় ৭১ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন অভিষেক। কিন্তু গত ন’বছরে এই লোকসভা কেন্দ্রে তৃণমূলের শক্তি ধাপে ধাপে বেড়েছে। গত লোকসভা ভোটে রাজ্যের ৪২টি কেন্দ্রের মধ্যে জয়ের ব্যবধানের নিরিখে বসিরহাট ছিল প্রথম, ডায়মন্ডহারবার ছিল দ্বিতীয় স্থানে।

এবার ডায়মন্ডহারবারে তৃণমূলকে রেকর্ড ব্যবধানে জিতিয়ে রাজ্য তথা দেশের মধ্যে এক নম্বরে নিয়ে যেতে চাইছেন অভিষেক। দীর্ঘ চার দশকের বেশি সময় বামেদের দখলে থাকা এই লোকসভা কেন্দ্রে তৃণমূলের শক্তি বৃদ্ধির রাস্তা যে মসৃণ ছিল না, তা এ দিন অভিষেকের কথায় স্পষ্ট। তিনি বলেন, ‘অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আমাকে হারাতে তিরিশ দিন ঘাঁটি গেড়ে পড়েছিলেন এখানে। বজবজ, ফলতায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, অভিষেক হারছে। অফিসে তালা পড়ে যাবে। কিন্তু এঁদের বাড়া ভাতে ছাই দিয়ে আপনারা আমাকে ২০১৪ সালে ৭১ হাজার ভোটের ব্যবধানে জয়ী করেছিলেন। ২০১৯-এ বাংলায় সব থেকে বেশি ৭ লাখ ৯৪ হাজার ভোট আমি পেয়েছিলাম।’

Abhishek Banerjee : ‘লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারলে, একশো দিনের টাকাও আমরাই দেব’, ঘোষণা অভিষেকের
সার্বিক উন্নয়নের কাজের জন্যই ডায়মন্ডহারবারের জনতা ঢেলে ভোট দিয়েছেন বলে দাবি অভিষেকের। জ্যোতির্ময় বসু, অমল দত্ত থেকে শমীক লাহিড়ি এই লোকসভার সাংসদ থাকলেও প্রত্যাশিত উন্নয়নের কাজ হয়নি বলেও তাঁর অভিযোগ। যদিও শমীকের পাল্টা বক্তব্য, ‘এই পঞ্চায়েত ভোটেও ডায়মন্ডহারবারে সব থেকে বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল জয়ী হয়েছে। পুলিশ সরে যাক, দেখা যাবে, উনি কত ভোটে জেতেন!’

এর পাশাপাশি এদিন অভিষেক প্রতিশ্রুতি দেন, ‘আগামী ছ’মাসের মধ্যে একশো দিনের কাজের টাকা দিল্লি থেকে আদায় করে আনতে না পারলে আমাদের সরকার এই টাকা দেবে। আগামী বছরের ৩০ জুনের মধ্যে টাকা ঢুকবে। আমরা বাংলার মানুষকে ভাতে মারতে দেবো না। খেলা ওরা শুরু করেছে, আমরা শেষ করব।’

Abhishek Banerjee : পুজোয় সাধারণ মানুষের পাশে ‘অভিষেকের দূত’
৩১ অক্টোবরের মধ্যে রাজ্যের প্রাপ্য টাকা নিয়ে কেন্দ্র কোনও পদক্ষেপ না করলে নভেম্বরে ফের আন্দোলন শুরু করার হুঁশিয়ারিও দিয়েছেন অভিষেক। এই বছর অনুষ্ঠান করে ডায়মন্ডহারবারের জনতার হাতে পুজোর উপহার হিসেবে অভিষেক জামাকাপড় তুলে দিলেও আগামী বছর বাড়ি বাড়ি গিয়ে সাংসদের প্রতিনিধিরা জনতার কাছে পুজোর উপহার পৌঁছে দেবেন বলেও ঘোষণা করেছেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *