Paschim Medinipur News,Paschim Medinipur News : চোলাই অভিযানে গিয়ে নাবালককে মারধরের অভিযোগ, ধুন্ধুমার ঘাটালে – paschim medinipur ghatal excise officers accused for beating underage boy in hooch operation


চোলাইয়ের ঠেক তুলতে পুলিশের অভিযান। অভিযানে নেমে এক নাবালককে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনায় তুলকালাম পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের হরিশপুর এলাকায়। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের।

কী ঘটনা ঘটেছে?

চোলাই অভিযানে এসে এক নাবালকে আবগারি পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ। পথ অবরোধ করে বিক্ষোভ চোলাই কারবারীদের। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার হরিশপুর পোলগড়া এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কী কারণে এমন ঘটনা?

জানা যায়, মঙ্গলবার সকালে হরিশপুর পোলগড়া এলাকায় চোলাই মদ উচ্ছেদ করতে অভিযান চালায় আবগারি পুলিশ। চোলাই উচ্ছেদ অভিযান এসে চোলাই কারবারী পরিবারের এক নাবালক সদস্য অষ্টম শ্রেণির পড়ুয়াকে মারধর করে আবগারি পুলিশ বলে অভিযোগ। এরপরেই ক্ষিপ্ত হয়ে চোলাই কারবারীরা দশটা নাগাদ রাস্তার উপর বস্তা, বাঁশ রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ আবগারি পুলিশ অভিযান চালাক, তবে সিভিল ড্রেসে এসে আমাদের ছেলেকে মারধর করবে কেন করবে? আমরা এর সুবিচার চাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঘাটাল থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়। ঘাটাল থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, আমরা অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা কী বলছেন?

ওই নাবালকের মা বলেন, ‘আজকে এখানে চোলাই অভিযানে এসেছিল আবগারি দফতরের লোকজন। আমাদের বাড়িতে ঢুকে আমার ছেলেকে মারতে মারতে বের করে। ফোন কেড়ে নেয়। মারতে মারতে বাইরে নিয়ে যায়। আমার ছেলের গায়ে কেন হাত দেবে? এর সুবিচার চাই।’ নাবালকের বক্তব্য, ‘আমি পড়তে যাব বলে প্রস্তুতি নিচ্ছিলাম। ওরা এসেই আমার মোবাইল কেড়ে নিল। চোলাইয়ের জিনিস কোথায় জিজ্ঞাসা করছিল। আমি কিছু জানি না বলায় আমাকে মারধর শুরু করল।’

Suvendu Adhikari : ‘ফলের ঝুড়িতে টাকা আসত…’, অভিষেকের আপ্ত সহায়ককে নিয়ে বিস্ফোরক শুভেন্দু
চোলাই অভিযান

পুজোর মুখে একাধিক জায়গায় চোলাই মদ বিক্রি রুখতে অভিযান চালাচ্ছে পুলিশ। কিছুদিন আগেই জলপাইগুড়ির ওদলাবাড়ির দিলুবস্তি, খোঁচাবস্তি-সহ বিভিন্ন এলাকায় চোলাই অভিযান চালায় আবগারি দফতরের লোকজন। চোলাই মদ তৈরির ৯ হাজার লিটার সামগ্রী উদ্ধার করা হয়। এরকম একাধিক এলাকাতেই চোলাই অভিযানে নেমেছে পুলিশ। পুলিশের নজর এড়াতে অনেক জায়গায় গোপনে এই চোলাইয়ের কারবার চলছে। একাধিক জায়গায় গোপন চোলাই ঠেক খোঁজ পেয়ে ড্রোন উড়িয়েও তল্লাশি চালিয়েছে আবগারি দফতরের আধিকারিক ও পুলিশ।

রাজ্য থেকে দেশ সব খবর আগে জানতে এই সময় ডিজিটালের হোয়াটস্যাপ চ্যানেল, ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *