Sreebhumi Pandal 2023 : ডিজনিল্যান্ড দেখতে হাজির রাজ্যপাল, তৃতীয়ার ভিড় সামলে যানজট কেমন? – sreebhumi pandal attracting more visitors for durga puja 2023


Durga Puja 2023 : পুজোর দোরগোড়ায় আপামোর বঙ্গবাসী। কলকাতার নামী পুজোগুলিকে নিজেদের প্যান্ডেল হপিংয়ের তালিকায় সাজিয়ে ফেলেছেন অনেকেই। তবে সেই তালিকা প্রথম দিকেই থাকছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। মঙ্গলবার শ্রীভূমিতে দেখা গেল লাইন দিয়ে সাধারণ মানুষকে ঠাকুর দেখতে। এদিন সন্ধ্যায় শ্রীভূমির পুজোয় হাজির হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মা দুর্গার মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তিনি। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ভিআইপি রোডে যান চলাচল মোটের উপর স্বাভাবিক ছিল। তবে ক্যানাল স্ট্রিট ভিড়ের চাপে প্রায় বন্ধ থাকে।

বিশেষ আকর্ষণ শ্রীভূমি

কলকাতার বড় পুজোগুলির মধ্যে অন্যতম আকর্ষণীয় পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। বিগত কয়েক বছর ধরে নানা থিমের আকর্ষণ মানুষকে টেনে আনে এই পুজো দেখতে। সোশ্যাল মিডিয়ার দৌলাতে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে শ্রীভূমির এ বছরের থিম ‘ডিজনিল্যান্ড’ -এর কথা। প্যান্ডেলের পাশাপাশি আলোর খেলা দেখতেও বহু মানুষ ভিড় জমাচ্ছেন এই পুজো মণ্ডপে।

অপূর্ব প্রতিমা দর্শন

বিধাননগরের বিধায়ক তথা দমকলমন্ত্রী সুজিত বসুর পুজো নামে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অন্যতম বিশেষ আকর্ষণ থাকে দেবী প্রতিমা ও তাঁর গায়ে পরানো সোনার ও হীরের অলংকার। যা বাড়তি আকর্ষণ থাকে মানুষের কাছে। তবে এবার যেন অনেকটা আগে থেকেই শুরু হয়ে গিয়েছে শ্রীভূমি সেই চেনা ভিড়। দুপুর গড়িয়ে বিকেল নামতেই ঢল নামছে শ্রীভূমির মণ্ডপ চত্বরে।

রবিবারের পর যানজটে বাড়তি নজর

মহালয়া ও রবিবারে যে পরিমাণ ভিড় হয়েছিল তা আগে থেকে অনুমান করা যায়নি বলেই প্রশাসনের তরফে জানানো হয়েছে। সেই কারণে হঠাৎ বাড়তি ভিড়ের কিছুটা হলেও বেগ পেতে হয়েছে ওই ভিড় সামাল দিতে, তবে পরবর্তীতে ভিড় অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা করা হবে বলেও জানায় বিধাননগর কমিশনারেট। দর্শনার্থীদের সুবিধার্থে পুলিশি নিরাপত্তার পাশাপাশি পথনির্দেশিকাও পালন করতে বলা হচ্ছে দর্শনার্থীদের।

Durga Puja: দেবীপক্ষেই শুরু প্যান্ডেল হপিং, কলকাতার সেরা ১০ পুজো মণ্ডপ কোনগুলি জানেন?
কী জানাল বিধাননগর কমিশনারেট

বিধাননগর কমিশনারেট জানিয়েছে, কোনওরকম অপ্রীতিক্রিয়ার ঘটনা না ঘটে আর তার জন্যই মোতায়েন করা হয়েছে প্রয়োজন মত পুলিশ বাহিনী। ভিড় অনুযায়ী বাকি কদিন নিরাপত্তা ব্যবস্থা থাকলেও চতুর্থীর পর থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রশাসনিক নিরাপত্তা ঢেলে সাজানো হতে পারে বলেও মনে করা হচ্ছে। পাশাপাশি শ্রীভূমি ঠাকুর দেখতে আসা মানুষের ভিড়ে অনেকটাই সমস্যায় পড়েছেন লেকটাউনের মানুষজন।

পুজোর সবরকম দেখে নিন একনজরে, দুর্গাপুজোর সমস্ত খবর-ছবি-ভিডিয়োর জন্য ক্লিক করুন এখানে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *