আফগানিস্থানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিউজিল্যান্ড new-zealand-beats-afghanistan- in world cup


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: এবার আর অঘটন ঘটল না।  বিশ্বকাপের নিউজিল্যান্ডকে থামাতে পারল না আফগানিস্থান। ভারতকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষ চলে গেল কিউয়িরা।

আরও পড়ুন: IND vs BAN | World Cup 2023: চরম পরিণতি ভেবেই কাঁপছেন মুশফিকুর! কোহলির সঙ্গে ভুলেও করবেন না এই কাজ

ইংল্যান্ডের ম্যাচের মতো এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন আফগান অধিনায়ক হাসমতউল্লা শাহিদি। কিন্তু এমএ চিদম্বরম স্টেডিয়ামের স্পিনিং ট্রাকে তেমন দাপট দেখাতে পারলেন না দলের বোলাররা। নিউজ়িল্যান্ডের অন্যতম ওপেনার ডেভন কনওয়ে (২০) রান না পেলেও অন্য ওপেনার উইল ইয়ং সাবলীল ব্যাটিং করলেন। শেষ দিকে  ১২ বলে ২৫ রানের ইনিংস খেললেন মার্ক চ্যাপম্যানও। কিউয়িদের ইনিংস শেষ হয় ২৮৮ রানে।

এদিকে ২৮৯ রানের লক্ষ্যে ব্যাট নেমে ইংরেজ বোলারদের বিরুদ্ধে কার্যত কোনও প্রতিরোধই গড়তে পারলেন আফগানিস্থানের ব্য়াটারার। উইকেট পড়ল নিয়মিত ব্যবধানে। ইনিংসে শেষ হল৩৪.৪ ওভারে। রান,  ১৩৯।

আরও পড়ুন:  Dutee Chand | Same Sex Marriage: ‘মোনালিসার সঙ্গে পাঁচ বছর আছি…’ সুপ্রিম রায়ে মেঘে ঢাকল চাঁদ!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *