রণয় তেওয়ারি: পুরনো আক্রোশের জের? পুজোর মুখে প্রকাশ্য রাস্তায় ধারালো অস্ত্রের কোপে খুন। ঠাকুরপুকুরকাণ্ডে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিস। খুনের অভিযোগে মামলা দায়ের। আগামিকাল, বৃহস্পতিবার তোলা হবে আদালতে।
আরও পড়ুন: Jogesh Chandra Law College: যোগেশচন্দ্র কলেজে সিআইডি তদন্তে স্থগিতাদেশ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের
পুলিস সূত্রে খবর, মৃতের নাম অনিমেষ সিং। বাড়ি, ঠাকুরপুকুরের অমৃত লাল মুখার্জি রোডে। ঘড়িতে তখন সাড়ে আটটা। আজ, বুধবার চতুর্থীর সকালে বোনকে টিউশনিতে পৌঁছে দিয়ে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন অনিমেষ। শীলপাড়া এলআইসি মোড়ের কাছে তাকে দাঁড়ায় করায় অজ্ঞাতপরিচয় এক যুবক। এরপর আচমকাই অনিমেষকে ধারালো অস্ত্রের কোপ মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে, ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
এদিকে হামলাকারীর পিছনে ধাওয়ার করেন স্থানীয় কয়েকজন, কিন্তু ধরা যায়নি। প্রথমে আটক, তারপর ওই যুবককে গ্রেফতার করল ঠাকুরপুকুর থানার পুলিস। নাম, সুবল সর্দার। আদতে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা তিনি। তবে প্রায় ১০ বছর ধরে ভাড়া থাকতেন মৃতের বাড়ির কাছেই।
কী কারণে খুন? পুলিস সূত্রে খবর, বছর খানেক আগে অনিমেষের বোনকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন সুবল। তখন মেরে তাঁর মাথা ফাটিয়ে দিয়েছিলেন ওই তরুণীর দাদা। সেই ক্ষোভ মনে পুষে রেখেছিলেন অভিযুক্ত। পুজোর মুখে রীতিমতো পরিকল্পনা করেই অনিমেষকে খুন করেছেন সুবল।
আরও পড়ুন: Semester in School: একাদশ শ্রেণি থেকে সেমিস্টার? বিশেষ কমিটি গঠন শিক্ষা দফতরের…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)