CV Anand Bose : মন্ত্রী-বিধায়কদের বেতনবৃদ্ধির বিলে অনুমোদন রাজ্যপালের – governor cv anand bose has given approval to the two bills related to salary hike of ministers and mlas


এই সময়: রাজ্যপালের অনুমোদন না-থাকায় বিধানসভার বিশেষ অধিবেশন ডেকেও সোমবার মন্ত্রী বিধায়কদের বেতনবৃদ্ধির বিল পাশ করানো যায়নি। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশন মুলতুবি করে দেন। ঠিক ২৪ ঘণ্টা পরেই মঙ্গলবার রাজ্যপাল সিভি আনন্দ বোস মন্ত্রী বিধায়কদের বেতনবৃদ্ধি সংক্রান্ত জোড়া বিলে অনুমোদন দিলেন।

রাজ্যপালের সই করা ফাইল মঙ্গলবারই নবান্নে পৌঁছেছে। ঠিক কী কারণে রাজ্যপাল সোমবার বিশেষ অধিবেশনের আগে জোড়া বিলে অনুমোদন দিলেন না কিন্তু একদিন পরেই দিলেন, তার অবশ্য কোনও ব্যাখ্যা রাজভবন থেকে দেওয়া হয়নি। মন্ত্রী ও বিধায়কদের বেতনবৃদ্ধি করতে সোমবার ‘দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি (মেম্বারস এমোলিউমেন্টস) অ্যামেন্ডমেন্ট বিল ২০২৩’ এবং ‘দ্য ওয়েস্ট বেঙ্গল স্যালারিজ় অ্যান্ড অ্যালাওয়েন্সেস (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৩’ পেশ করা হয় বিধানসভায়।

কিন্তু তখনও রাজ্যপালের অনুমোদন না-থাকায় এই জোড়া বিল সরকারপক্ষ পাশ করাতে পারেনি। এখন রাজভবনের অনুমোদন চলে আসায় পুজোর পর ফের বিশেষ অধিবেশন আহ্বান করা হবে না পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর বিধানসভার পরবর্তী অধিবেশন হবে, তা সরকারপক্ষ ঠিক করবে। প্রয়োজনে ফের বিশেষ অধিবেশন ডাকা হতে পারে বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

রাজ্যপালের অনুমোদ চলে আসায় এবার মন্ত্রী বিধায়দের বেতনবৃদ্ধির বিল পাশ হতে আর কোনও বাধা রইল না। কারণ বিরোধী বিজেপি এই বেতনবৃদ্ধির বিরোধিতা করলেও বিধানসভায় তৃণমূলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। যদিও এই বিল বিধানসভায় পাশ হওয়ার পর ফের রাজ্যপালের সম্মতির জন্য পাঠানো হবে। রাজ্যপাল বোস সম্মতি দিলেই বর্ধিত বেতন পেতে শুরু করবেন মন্ত্রী বিধায়করা।

CV Ananda Bose: মন্ত্রী-বিধায়কদের বেতন বৃদ্ধিতে কাঁটা! রাজ্যপালের সিদ্ধান্তে ‘নজিরবিহীন’ পরিস্থিতি বিধানসভায়
গত সেপ্টেম্বরে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী বিধায়কদের বেতন ৪০ হাজার টাকা বৃদ্ধির ঘোষণা করেন। বেতনবৃদ্ধির জোড়া বিলে অনুমোদন দেওয়ার পাশাপাশি রাজ্যপাল বোস এ দিন রাজ্যের মন্ত্রী সুজিত বসুর ক্লাব শ্রীভূমির পুজোও দেখতে যান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *