কালীঘাট স্টেশনের কাছে একগুচ্ছ বড় পুজো
এক্ষেত্রে এমন বেশকিছু মেট্রো স্টেশন রয়েছে, যেগুলির কাছাকাছি রয়েছে কলকাতার বিগ বাজেটের বেশকিছু ঠাকুর। তেমনই এক মেট্রো স্টেশন কালীঘাট। এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে দক্ষিণ কলকাতার প্রথম সারির বেশকিছু ঠাকুর দেখে নিতে পারবেন দর্শনার্থীরা। কালীঘাট মেট্রো স্টেশন থেকে বেরিয়েই রয়েছে সমাজসেবী, বালিগঞ্জ কালচারাল, একডালিয়া এভারগ্রিন, সিংহী পার্ক, আদি লেক পল্লি, ৬৬ পল্লি, হিন্দুস্থান পার্ক সর্বজনীন, ত্রিধারা সম্মিলনী, বাদামতলা আষাঢ় সংঘ, মুদিয়ালি, শিব মন্দির, চেতলা অগ্রণী-সহ আরও বেশকিছু পুজো। দক্ষিণ কলকাতার এই পুজোগুলি অভিনব থিমের মধ্যে ভিড় টানার ক্ষেত্রে প্রতিবারেই এগিয়ে থাকে। একনজরে দেখে নেওয়া যাক এই পুজোগুলির মধ্যে কয়েকটির এবারের থিম।
চেতলা অগ্রণী – দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় পুজো চেতলা অগ্রণী। পুজোর প্রধান কর্ণধার রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। প্রতিবছর এই পুজোর প্রতিমার চক্ষুদান করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এইবছর তিনি বাড়িতে বিশ্রামে থাকায় উদ্বোধন হয়েছে ভার্চুয়ালি। ফলে মুখ্যমন্ত্রী চক্ষুদান করতে পারেননি। এবারে তাদের থিম, ‘যে যেখানে দাঁড়িয়ে’।
ত্রিধারা সম্মিলনী – পাশাপাশি দক্ষিণ কলকাতার আরও এক প্রথম সারির পুজো ত্রিধারা সম্মিলনী। এটি মেয়র পারিষদ দেবাশিস কুমারের পুজো হিসেবে পরিচিত। এবার ত্রিধারার থিম ‘উৎসব’। মূলত দুর্গোৎসব যে সর্বধর্মের মানুষের উৎসব, সেটাই এই বছর নিজেদের থিমের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলতে চাইছে ত্রিধারা।
বাদামতলা আষাঢ় সংঘ – অন্যদিকে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ে বাদামতলা আষাঢ় সংঘের পুজোতেও। এই বছর তাদের ভাবনার নাম ‘প্রতিরূপ’। এই প্রকৃতির প্রতিটি বস্তুই যে দেবতার সৃষ্টি, সেই বিশ্বাসকেই তুলে ধরতে চাইছে থিমের মধ্যে দিয়ে।
ইতিমধ্যেই দক্ষিণ কলকাতার বেশকিছু পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। আর তারপর থেকেই মণ্ডপমুখী হয়েছে জনতা। প্রত্যেক কমিটিরই আশা, এবারেও তারা মন জয় করতে পারবেন দর্শনার্থীদের।