অর্থাৎ পুজোর একেবারে শেষ লগ্নে বিঘ্ন ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু, রবিবার পর্যন্ত মূলত ঝরঝরে থাকবে আবহাওয়া। কোথাও বৃষ্টিপাতের সেভাবে কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে আংশিক মেঘলা।
পুজোর মধ্যেই নিম্নচাপের ভ্রুকুটি, তবে কি ভেস্তে যাবে পুজোর সব প্ল্যান?
সাধারণ মানুষ সারা বছর প্রতীক্ষায় থাকেন বছরের একটা দিনের। পুজোর সময় ঘোরাঘুরি, আড্ডা অনেকের কাছেই মাস্ট। কিন্তু, সেই পুজোর সময়ই নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঘূর্ণাবর্ত ক্রমশ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর হয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হবে।
শুধু তাই নয়, তা নিম্নচাপেও পরিণত হতে পারে। এই নিম্নচাপ উত্তর বঙ্গোপসাগরে অন্ধ্র, ওডিশা উপকূলের দিকে যাওয়ার সম্ভাবনা। এখন এর গতিপথ ঠিক কোন দিকে হয়, সেই দিকেই নজর আবহাওয়াবিদদের।
এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণা বাতাসে ভর করে প্রবেশ করে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প। বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলাগুলিতে। এছাড়াও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং তামিলনাডু উপকূলে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। তা লাক্ষাদ্বীপ ও সংলগ্ন কেরালা উপকূলে অবস্থান করছে।
আর এই জোড়া ঘূর্ণাবর্তের ফলা নিয়ে চিন্তার ভাঁজ সাধারণ মানুষের কপালে। দক্ষিণ-পূর্ব এবং পূর্ব মধ্য আরবসাগরে অবস্থান করা এই ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। এই নিম্নচাপটি পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আরব সাগর পেরিয়ে ওমানের দিকে তা যেতে পারে বলে জানা যাচ্ছে।
একনজরে কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ বাড়বে জলীয়বাষ্পের পরিমাণ। সম্ভাবনা কম বৃষ্টিপাতেরও। তবে পরিবর্তন ঘটবে আবহাওয়ার। দক্ষিণা বাতাসের পরিবর্তে উত্তুরে হাওয়া প্রভাব বিস্তার করবে। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে পশ্চিমের জেলাগুলিতে হালকা শীত অনুভূত হতে পারে।
অষ্টমীর দিন রবিবার পর্যন্ত রোদ ঝলমলে পরিষ্কার থাকবে আকাশ। নবমীর দিন থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপের পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। সোম এবং মঙ্গলবার অর্থাৎ নবমী এবং দশমী কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গে ধীরে ধীরে কমবে বৃষ্টি। আপাতত হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায়। ইতিমধ্যেই উত্তরবঙ্গ থেকে পুরোপুরি বিদায় নিয়েছে বর্ষা।